রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক

আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা

 প্রকাশিত: ১৩:৪৪, ১০ জানুয়ারি ২০২৬

আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা

সিরিয়ার সেনাবাহিনী শুক্রবার আলেপ্পোর একটি কুর্দি অধ্যুষিত এলাকায় পুনরায় হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি অমান্য করে কুর্দি যোদ্ধারা এলাকা ছাড়তে অস্বীকৃতি জানালে এ হামলা চালানো হয়। 

দু’পক্ষের মধ্যে টানা কয়েক দিনের সংঘর্ষ বন্ধের লক্ষ্যে ঘোষিত সমঝোতা কার্যকর করতে ব্যর্থ হওয়ার মধ্যেই এই হামলা শুরু হয়।

মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতার জন্য কে দায়ী, তা নিয়ে সিরিয়া সরকার ও কুর্দি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

একই সঙ্গে কুর্দিদের কার্যত স্বায়ত্তশাসিত প্রশাসন ও সামরিক বাহিনীকে নতুন সিরিয় সরকার কাঠামোর সঙ্গে একীভূত করার চুক্তি বাস্তবায়ন নিয়েও জটিলতা দেখা দিয়েছে।

উভয় পক্ষের হিসাব অনুযায়ী, এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

সংঘর্ষের তীব্রতায় আলেপ্পো শহর থেকে কয়েক হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার এক বছর পর, নতুন পথ খুঁজতে থাকা সিরিয়ার জন্য এই সংঘাত আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার ভোরে সিরীয় কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-সংশ্লিষ্ট কুর্দি বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। 

এতে বলা হয়, কুর্দি যোদ্ধাদের দেশের পূর্বাঞ্চলের কুর্দি এলাকায় সরিয়ে নেওয়া হবে।

তবে কুর্দি যোদ্ধারা যে কোনো ধরনের ‘আত্মসমর্পণ’ প্রত্যাখ্যান করে জানায়, তারা নিজ নিজ এলাকা ছাড়বে না এবং প্রতিরোধ চালিয়ে যাবে।

এর কয়েক ঘণ্টা পরই সিরিয়ার সেনাবাহিনী জানায়, আলেপ্পোর কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালানো হবে।

স্থানীয় বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে আহ্বান জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি স্থানে অবস্থিত গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে।

একজন এএফপি সংবাদদাতা জানান, মানবিক করিডোর দুই ঘণ্টার জন্য খোলা থাকাকালে বাসিন্দাদের মালপত্র নিয়ে এলাকা ছাড়তে দেখা গেছে।

শুক্রবার গভীর রাতে ভারী গোলাবর্ষণ ও গুলির শব্দ শোনা যায় বলে জানান এএফপি সংবাদদাতা।

সেনাবাহিনী জানায়, কুর্দি বাহিনীর গুলিতে তিন জন সৈন্য নিহত হয়েছে এবং শেখ মাকসুদ এলাকায় ‘যোদ্ধা তল্লাশি অভিযান’ শুরু করা হয়েছে।

অন্যদিকে কুর্দি বাহিনী শেখ মাকসুদে গোলাবর্ষণের অভিযোগ তোলে আর রাষ্ট্রীয় টেলিভিশন কুর্দিদের বিরুদ্ধে আলেপ্পোর আবাসিক এলাকায় ড্রোন হামলার অভিযোগ করে।

আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত শনিবার রাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের সিরিয়া সরকারের অভিযানের প্রশংসা করে বলেন, ‘আমরা সিরিয়ার নিরাপত্তাকে আমাদের নিজস্ব নিরাপত্তা হিসেবে দেখি এবং সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সিরিয়ার এই লড়াইকে সমর্থন করি।’

শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা এখনো এসডিএফ-সংশ্লিষ্ট কুর্দি ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও গত এপ্রিলে কুর্দি যোদ্ধারা সেখান থেকে সরে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

এসডিএফ সিরিয়ার তেলসমৃদ্ধ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এবং ২০১৯ সালে ইসলামিক স্টেট (আইএস) পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আঙ্কারা এই বাহিনীর প্রধান অংশকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর শাখা হিসেবে দেখে।

এই সংগঠন চলতি বছর তুরস্কের বিরুদ্ধে চার দশকের সশস্ত্র সংগ্রাম শেষ করার ঘোষণা দেয়।

উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা এলহাম আহমাদ অভিযোগ করেন, সিরিয়া কর্তৃপক্ষ কুর্দি এলাকায় হামলা চালিয়ে ‘যুদ্ধের পথ বেছে নিয়েছে’ এবং বিদ্যমান চুক্তিগুলো ভেস্তে দিতে চাইছে।

তিনি এএফপিকে বলেন, ‘আমরা চুক্তিগুলোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেগুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

গত মার্চে স্বাক্ষরিত একীকরণ চুক্তি অনুযায়ী, কুর্দি প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করার কথা ছিল। তবে বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থার দাবিসহ বিভিন্ন মতপার্থক্যের কারণে অগ্রগতি থমকে আছে।

আহমাদ জানান, যুক্তরাষ্ট্র মধ্যস্থতার ভূমিকা পালন করছে এবং তারা আশা করছেন, ওয়াশিংটন সমঝোতার জন্য চাপ প্রয়োগ করবে। 

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দূত টম ব্যারাক দামেস্কে যাচ্ছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আলেপ্পোতে ‘অবৈধ সশস্ত্র উপস্থিতির অবসান’ ঘটাতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ফোন আলাপকালে শারাকে জানান, ফ্রান্স একটি ঐক্যবদ্ধ সিরিয়া চায়,  যেখানে সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ও সুরক্ষা নিশ্চিত হবে। 

এ সময় তিনি মার্চের একীকরণ চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক নানার হাওয়াচ বলেন, নতুন করে শুরু হওয়া এই সংঘর্ষ ওই চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি বলেন, ‘যদি সংঘর্ষ ও সংঘাত বেড়ে যায়, তাহলে আন্তর্জাতিক মহল ভাবতে শুরু করবে যে দামেস্ক কি আদৌ বৈচিত্র্যময় সিরীয় সমাজ শাসন করতে সক্ষম হবে?’