রোববার ১১ জানুয়ারি ২০২৬, পৌষ ২৭ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ব্রেকিং

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয় দখল ‘জুলাই যোদ্ধাদের’ জামায়াত জোটে এনসিপির প্রার্থী কত, দুয়েক দিনের মধ্যেই ঘোষণা: নাহিদ পাবনা ১ ও ২ আসনে ভোট স্থগিতের নির্দেশ ‘নভেম্বর’ থেকেই এলপি গ্যাসের সংকট, ‘জানানো হয়নি’: হাসিন পারভেজ ৫ অগাস্টের আগের পরিস্থিতিতে ফিরতে চাই না: তারেক রহমান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ: ফখরুল আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ ‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব আলেপ্পোর কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিয়ার হামলা ইউক্রেন ইস্যুতে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়, ফের দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান গোলমালকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে: আয়াতুল্লাহ খামেনি

জাতীয়

নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা

 প্রকাশিত: ১১:৪৬, ১০ জানুয়ারি ২০২৬

নরসিংদী কারাগারের লুট হওয়া ২৭ অস্ত্র-গুলি লাপাত্তা, ভোট নিয়ে শঙ্কা

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া পাঁচ হাজারের বেশি গুলি এবং ২৭টি অস্ত্র উদ্ধার হয়নি দেড় বছরেও। এর মধ্যে জেলাজুড়ে প্রায় ঘটছে খুনের ঘটনা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কায় জেলাবাসী। লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সব অস্ত্র ভোটের আগে উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের কথা বলেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ।

গেল এক বছরে এ জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের বেশিরভাগই ঘটেছে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার নিয়ে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি এলাকাবাসীর।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে গিয়ে চরাঞ্চলে ‘কম্বিং অপারেশনের’ মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারের কথা জানালেও এখনও পর্যন্ত তা উদ্ধারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

তবে যৌথবাহিনীর অপারেশনের মাধ্যমে অবৈধ অস্ত্রসহ কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের চেষ্টা চলছে বলে দাবি জেলা পুলিশের।

গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সেই সময় কারাগারে থাকা ৮২৬ কয়েদির সবাই পালিয়ে যান। কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও আট হাজারের বেশি গুলি।

পরে দফায় দফায় আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে পলাতক প্রায় ৭০০ কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও উদ্ধার হয়নি পাঁচ হাজারের বেশি কার্তুজ। এ ছাড়া লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে দেড় বছরে ৫৮টি উদ্ধার হলেও এখনও উদ্ধার হয়নি ২৭টি। এসব অস্ত্রের মধ্যে চায়না ও বিডি রাইফেল এবং বোর শটগান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় অপরাধীদের গুলিবর্ষণে আহত হন। প্রথমে তাকে ঢাকায় চিকিৎসা দেওয়া হলেও ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

এর আগে ৫ নভেম্বর চট্টগ্রামে নির্বাচনি জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন। সেদিন আরও দুজন গুলিতে আহত হন। পরে একজন মারা যান। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

এই দুটি ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নিরাপত্তার কথা বলে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও পরে তিনি আবার ভোটের মাঠে ফিরে আসেন।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার জীবনের নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন। তিনি যে সবসময় বুলেট প্রুফ ভেস্ট পরে থাকেন সেটাও ভোটারদের দেখিয়েছেন।

এসব ঘটনার মধ্যেই নরসিংদীর স্থানীয় সচেতন মহলের ভাষ্য, স্থানীয় ও জাতীয় প্রায় প্রতি নির্বাচনেই চরাঞ্চল হয়ে উঠে অশান্ত, বাড়ে অস্ত্রের ব্যবহার। লুট হওয়া অস্ত্রসহ জেলার অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা থেকেই যাচ্ছে।

এ ছাড়া আধিপত্য বিস্তার নিয়ে জেলার চরাঞ্চলে প্রায় ঘটছে হতাহতের ঘটনা। এবার নির্বাচনের আগেই বেড়েছে খুনের ঘটনা। লুট হওয়া অস্ত্রসহ অবৈধ অস্ত্র উদ্ধার না হলে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় কলেজ শিক্ষক নাজমুল আলম সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চরাঞ্চলে এখন শুধু আগের মত টেঁটা নিয়ে মারামারি হচ্ছে না। এসব সংঘাতে এখন অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার হচ্ছে এবং হতাহতের ঘটনা ঘটছে।

“অবৈধ অস্ত্রের মজুত যে আছে সেটা এসব সংঘাত থেকেই বুঝা যায়। এ ছাড়া কারাগারের লুট হওয়া অস্ত্রগুলোর সব উদ্ধার হয়নি। আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হলে অবৈধ অস্ত্রসহ লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশ্যই জরুরি।”

নরসিংদী জেলা জজ আদালতের আইনজীবী জহিরুল হক জুয়েল বলেন, “বিগত নির্বাচনে যেসব সংঘাত ও হতাহতের ঘটনা ঘটেছে, সেসব অবৈধ অস্ত্র তো আছেই, নতুন করে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্র।

“এসব অস্ত্রকে ঘিরে আসন্ন নির্বাচন নিয়ে জেলার মানুষ আতঙ্কাগ্রস্ত। প্রশাসন এসব অস্ত্র উদ্ধার করতে না পারলে, সেসব নাশকতায় ব্যবহারের শঙ্কা থেকেই যাবে।”

চরাঞ্চলের বাসিন্দা ও জেলা বিএনপির সহছাত্রবিষয়ক সম্পাদক শরীফ আহমেদ বলেন, “চরাঞ্চলের সংঘাতে দেশে তৈরি অস্ত্র ব্যবহার হচ্ছে। এসব অস্ত্র শুধু সমাজের জন্য নয় আসন্ন নির্বাচনের জন্যও হুমকি। আমরা অবশ্যই চাই সমাজের দুষ্টু চক্রের হাতে থাকা অবৈধ অস্ত্রসহ কারাগার থেকে লুট হওয়া অস্ত্র যেন দ্রুত উদ্ধার করা হয়।”

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আমিরুল ইসলাম বলেন, “জেলখানা ভাঙার পর লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হওয়া জরুরি। অন্যথায় জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রশাসন ইচ্ছে করলে অবশ্যই এসব অস্ত্র উদ্ধার সম্ভব।”

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ হারুন বলেন, “জেলাজুড়ে অবৈধ অস্ত্রের যে আতঙ্ক সেটাতো জনমনে রয়েছেই। নতুন করে কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে অনেকগুলো এখনও উদ্ধার হয়নি। নির্বাচনকে ঘিরে এসব অস্ত্র ও গুলি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নির্বাচনের আগেই অবৈধ সব অস্ত্র উদ্ধার করা জরুরি।”

অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের বেশিরভাগ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কিছু গোলাবারুদও উদ্ধার হয়েছে। বাকি ২৭টি অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

সম্প্রতি নরসিংদী পরিদর্শনে আসা স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ মোতাবেক অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।