নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুলতানপুর গ্রামে বসবাস করে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।
পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মনি। সুলতানপুরে তার বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই রনি চক্রবর্তী বলেন, আমরা একসঙ্গে দোকান বন্ধ করে বের হই।
পথে ভাইয়ের ওপর হামলার খবর পাই। তার কোনো শত্রু ছিল না। সে খুবই ভালো মানুষ ছিল। দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।
আমরা আসামিদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তার মোটরসাইকেল, মোবাইল ফোন, টাকা সঙ্গেই পড়ে ছিল। এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করার ও ধরার চেষ্টা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।