জকসু: ভোট দিয়ে যা বললেন ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত দুই প্যানেলের ভিপি প্রার্থীরা।
ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান'প্যানেলের ভিপিপ্রার্থী একেএম রাকিব মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার নিজ বিভাগ উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২১২ নম্বর কক্ষে ভোট দেন।
আর ছাত্রশিবির-আপ বাংলাদেশ-ইনকিলাব মঞ্চ সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ভোট দেন তার নিজ বিভাগ আইন বিভাগের কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নম্বর কক্ষে।
ভোট কেন্দ্র থেকে বেরিয়ে রাকিব সাংবাদিকদের বলেন, “সকাল থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি ভালো। আশা করছি এখন যে পরিবেশ আছে, সে পরিস্থিতি শেষ পর্যন্ত থাকবে।
“শিক্ষার্থীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাদের থেকে খুব ভালো সাড়া পেয়েছি। আজকে নির্বাচনের মধ্য দিয়ে যে জিতবে, জিতে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।”
অন্যদিকে রিয়াজুল বলেন, “আমি এখানে মাত্র ভোট দিয়েছি। যদি নির্বাচন কমিশন তাদের এই নিরপেক্ষতা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে একটি সুষ্ঠু ভোট হবে ইনশাআল্লাহ।
“আমরা জয়ের ব্যপারে আশাবাদী। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচিত হোক না কেন, আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।”
বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রার দুই দশক পর প্রথমবারের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী (জকসু) সংসদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে।
এই নির্বাচনের মাধ্যমে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থীর ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদ গঠিত হবে।
জকসুর ২১টি পড়ে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ছাত্রদল ও ছাত্রশিবির নেতৃত্বাধীন দুই প্যানেলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।