যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

ঢাকা মেট্রোরেল
ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। সোমবার (২৪ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য জানায়।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি ট্রেন আটকে যায়। স্বয়ংক্রিয় সিস্টেমের কারণে এই ট্রেনের পেছনে থাকা অন্যান্য ট্রেনগুলোও তাদের নিজস্ব স্থানে আটকে পড়ে। বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তবে ঠিক কী কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
বিকেল ৪টার দিকে কারওয়ান বাজার স্টেশনে যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা মতিঝিলগামী ট্রেনে গাদাগাদি করে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আতঙ্কে ছিলেন, কারণ তারা জানতেন না কখন ট্রেন ছাড়বে। তবে, ৪টা ৮ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে, স্টেশনের মাইকে কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে।