শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ৭ ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার

 আপডেট: ২৩:০৮, ২৭ মে ২০২৩

বাংলাদেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার

কোভিড-১৯ সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের অভ্যন্তরীণ সব বিমানবন্দর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

শনিবার ২৭ মে ২০২৩, বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওছার আহমেদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পরার বিধিনিষেধও শিথিল করা হলো।

অনলাইন নিউজ পোর্টাল ২৪

মন্তব্য করুন: