শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

শিশু

নীলফামারীতে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু

 প্রকাশিত: ১৯:১১, ১৫ নভেম্বর ২০২৫

নীলফামারীতে পানিতে ডুবে দুইশিশুর মৃত্যু

নীলফামারী, ১৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলা সদরে আজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাফরিন জান্নাত (৭) ও তানহা আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা সদরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু সাফরিন জান্নাত নীলফামারীতে কর্মরত সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. মতিউর রহমানের মেয়ে। তার বাড়ি জেলা সদরের চাপড়াসরমজামি ইউনিয়নের বাবড়িঝাড় গ্রমে। অন্যদিকে, মৃত শিশু তানহা আক্তার জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের মেয়ে। 

পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর অভিভাবক জেলা শহরের কলেজ স্টেশন সড়কে একই বাসায় ভাড়া থাকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির অদূরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে গোসল করতে যায় দুই শিশু - সাফরিন জান্নাত ও তানহা আক্তার। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে তারা দু’জন পানিতে তলিয়ে যায়। ওই সময় তাদের সঙ্গে থাকা সাফরিন জান্নাতের ছোট ভাই আলফি চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশু - সাফরিন জান্নাত ও তানহা আক্তারকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন জানান, দুই শিশুকে আজ শনিবার বেলা পৌঁনে তিনটার দিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।