শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

ইসলাম

“মাছের আঁশ লেগে থাকলে ওযু ও নামায সহীহ হবে কি?”

 প্রকাশিত: ১৭:৪৬, ১৫ নভেম্বর ২০২৫

“মাছের আঁশ লেগে থাকলে ওযু ও নামায সহীহ হবে কি?”

প্রশ্ন. কিছুদিন আগে আমার স্বামী বাজার থেকে বেশ কিছু মাছ আনেন। আসরের নামায না পড়েই মাছ কাটতে বসি। মাছ কাটা শেষে আসরের ওয়াক্ত শেষ দিকে ছিল। তাই দ্রুত ওযু করে আসরের নামায আদায় করি। নামায শেষ করার পর পায়ের পাতায় চোখ যায়, দেখি সেখানে মাছের একটি আঁশ লেগে আছে। তখন তো মাত্রই ওযু করে নামায পড়েছি। পা তখনো কিছু ভেজাই ছিল। কিন্তু মাছের আঁশটি তখনো সেখানে যেভাবে শক্ত হয়ে লেগে ছিল, এতে এটাই স্বাভাবিক মনে হয় যে, ওযুর আগে এটা এখানে লেগে ছিল।

জানার বিষয় হল, মাছের এই আঁশটি লেগে থাকার কারণে কি আমার ওযু সহীহ হয়েছে এবং আমার নামায কি আদায় হয়েছে, নাকি তা পুনরায় পড়া জরুরি?

উত্তর. সাধারণত মাছের আঁশের নিচে পানি পৌঁছে যায়। তাই আপনার ওযু ও নামায আদায় হয়ে যাওয়ার কথা। তবে যদি আপনার ওই ওযুতে আঁশের নিচে চামড়ায় পানি পৌঁছেনি বলে প্রবল ধারণা হয়, তাহলে আপনার ওই ওযু সহীহ হয়নি এবং সেক্ষেত্রে আপনার ওই আসরের নামাযও আদায় হয়নি। তাই এক্ষেত্রে আপনাকে আঁশ সরিয়ে নিয়ে জায়গাটি ধুয়ে ফেলতে হবে এবং ওই নামায পুনরায় আদায় করে নিতে হবে।

* >المحيط البرهاني< ১/১৬৮ : ولو كان جلد سمك أو خبز ممضوغ قد جف، وتوضأ، ولم يصل الماء إلى ما تحته، لم يجز؛ لأن التحرز عنه ممكن.

–খিযানাতুল আকমাল ১/১৯৪; আযযাখীরাতুল বুরহানিয়া ১/৩৩৫; আলমুজতাবা, যাহেদী ১/১৭; আলজাওহারাতুন নাইয়িরা ১/১২; আদ্দুররুল মুখতার ১/১৫৪

মাসিক আলকাউসার