সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
কলম্বিয়া সুইডিশ যুদ্ধবিমান প্রস্তুতকারক কোম্পানি সাবের সাথে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তিতে যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছে বলে জানা গেছে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সামরিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সরকার এপ্রিল মাসে বলেছে যে, তারা সাবের কাছ থেকে যুদ্ধবিমান কিনবে, কিন্তু কতটি বা কত টাকার বিনিময়ে তা জানায়নি।
গতকাল শুক্রবার একটি সামরিক ঘাঁটিতে এক অনুষ্ঠানে পেত্রো উল্লেখ করেছেন যে কলম্বিয়া ১৭টি গ্রিপেন যুদ্ধবিমান কিনবে।
ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌকাগুলোকে লক্ষ্য করে মার্কিন সামরিক অভিযানের কারণে কলম্বিয়া এবং ল্যাটিন আমেরিকার বাকি এলাকাগুলো ঝুঁকিতে রয়েছে।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। পেত্রো অভিযোগ করেছেন যে, মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের চূড়ান্ত লক্ষ্য হল ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করা এবং ল্যাটিন আমেরিকাকে অস্থিতিশীল করা।
পেত্রো বলেন, নতুন বিমানগুলো ‘কলম্বিয়ার বিরুদ্ধে আগ্রাসন দমন করতে ব্যবহার করা হবে, তা যেখান থেকেই আসুক না কেন।’
তিনি বলেন, ‘ভূ-রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি বিশ্বে’ এই ধরনের আগ্রাসন ‘যে কোনও জায়গা থেকে আসতে পারে।’
পেত্রো ট্রাম্পের তীব্র সমালোচক। কলম্বিয়ায় উচ্চ মাত্রায় কোকেন উৎপাদনের কারণে ট্রাম্প তাকে ‘অবৈধ মাদক চক্রের নেতা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
ট্রাম্প কলম্বিয়া থেকে মার্কিন আর্থিক সহায়তা প্রত্যাহার করেছেন এবং মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র দেশগুলোর তালিকা থেকে কলম্বিয়াকে বাদ দিয়েছেন।
মার্কিন ও ফরাসি সংস্থাগুলোও কলম্বিয়ার কাছে যুদ্ধবিমান বিক্রি করার চেষ্টা করেছে।
পেত্রোর ঘনিষ্ঠ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন যে এই অঞ্চলে মার্কিন সামরিক যুদ্ধবিমান মোতায়েনের লক্ষ্য তাকে ক্ষমতাচ্যূত করা।