শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

জাতীয়

নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

 প্রকাশিত: ১৮:৩৯, ১৫ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে নয় দিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, “নির্বাচনের সময় নয় দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন এবং নির্বাচনের দিনসহ পরবর্তী আরও তিন দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।”

শনিবার দুপুর আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে সেনাবাহিনী ৩০ হাজার সদস্য মাঠে আছেন। নির্বাচনের সময় এক লাখের মত সেনাবাহিনী, এক লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজারের মত বিজিবি, পাঁচ হাজার নৌবাহিনী, চারহাজার কোস্ট গার্ড, আট হাজার র‌্যাব এবং প্রায় সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য মাঠে থাকবে।

“নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার সদস্যরা বড় ভূমিকা পালন করবেন। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।”

নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, নিরাপত্তা নিয়ে কোনও সন্দেহের সুযোগ নেই বলে আশ্বস্ত করেছেন জাহাঙ্গীর আলম।

পতিত আওয়ামী লীগ সরকার নিয়ে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে যে সরকার পতন হয়েছে, তা কোনো তিনজনের কারণে হয়নি। আপনারা দেখছেন, কীভাবে সরকারের পতন হইছে।

“সরকার প্রধান কীভাবে পাইলাইয়া গেছেন এবং তার ‘সাঙ্গপাঙ্গরা’ কীভাবে পালাইয়া গেছে। স্পেশালি আত্মীয়-স্বজনদের উনি (শেখ হাসিনা) আগে কীভাবে পাঠাইয়া দিছেন, এটা কিন্তু একজন বা দুইজন বা তিনজন দিয়া হয় না। এটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই ঘটেছে।”

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স এবং কোস্ট গার্ড স্টেশন পরিদর্শন শেষে কুয়াকাটায় নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে যাত্রা করেন।