শনিবার ১৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

ইসলাম

মারকাযুল উলূম খুলনা`র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার

 প্রকাশিত: ১৯:৩১, ১৫ নভেম্বর ২০২৫

মারকাযুল উলূম খুলনা`র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার

দেশের সর্বস্তরের মুসলমানদের মধ্যে ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে ঈমান, আমল ও ইসলামী চেতনা জাগানোর এক মহান মাধ্যম হিসেবে ভূমিকা রেখে আসছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) বাদ আসর থেকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি'আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা'র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

 

জামি'আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেবের সভাপতিত্বে উক্ত মাহফিলে নসিহত পেশ ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত ওলামায়ে কেরাম। 

তাদের মধ্যে মাগরিবের পর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মুফতী আবদুল কুদ্দুস।

এশার পর গাউসিয়া মার্কেট জামে মসজিদ, ঢাকার খতিব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া, জামিআতুল মানহাল উত্তরা, ঢাকার শায়খুল হাদীস মাওলানা আদনান মাসউদ,উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামের নাজেমে দারুল ইকামা মাওলানা শুয়াইব আলমপুরী।

এ ছাড়াও জামি'আর ফুযালাদের পাগড়ী প্রদান পর্বে মঞ্চে উপস্থিত থাকবেন জামি'আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব। খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ সাহেব ও ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতী গোলামুর রহমান সাহেব।

উক্ত মাহফিলে সফলের লক্ষ্যে সকল স্তরের হিতাকাঙ্ক্ষিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও মারকাযুল উলূম খুলনার নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া সাহেব।

তিনি বলেন, আমার উদাত্ত আহ্বান থাকবে ওয়াজ মাহফিলকে দাওয়াতি মঞ্চ হিসেবে ব্যবহার করুন। ইসলামী দাওয়াতের এ ধারাকে আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি শহর ও গ্রাম-মহল্লায় বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজনে নিয়মিত সহযোগিতা করুন। এতে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, অন্যদিকে দেশে শান্তি, সৌহার্দ্য ও ঈমানী জাগরণ প্রতিষ্ঠিত হয়। সমাজে দীন প্রচার ও সংস্কারমূলক কার্যক্রম আরও বেগবান করতে সহায়তার হাত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন! আমীন।