শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ, তেহরানের সড়কে মানুষের ঢল ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

রাজশাহীতে গ্যাসের জন্য হাহাকার

 প্রকাশিত: ১৮:২৫, ৮ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে গ্যাসের জন্য হাহাকার

দেশব্যাপী অভিযান ও জরিমানার প্রতিবাদে রাজশাহীতে এলপিজি ডিলার ও ব্যবসায়ীরা গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন।

বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা দোকান খোলা থাকলেও বন্ধ রয়েছে বিক্রি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা।

রাজশাহীতে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার সিলিন্ডার গ্যাস বিক্রি হয়। ফলে ধর্মঘটের কারণে রান্নাবান্না ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিকল্প জ্বালানি ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। বিশেষ করে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান চরম সমস্যার মুখোমুখি হয়েছেন।

গরিব মহিষবাথান এলাকার আজিজুল ইসলাম বলেন, “সকালে বাসায় নাস্তার সময় গ্যাস শেষ হয়ে যায়। এরপর সিলিন্ডার নিয়ে একটি ডিপোসহ বেশ কয়েকটি খুচরা দোকানে গেছি; কিন্তু গ্যাস পাইনি। বাড়িতে রান্নার বিকল্প ব্যবস্থা না থাকায় বাজার থেকে খাবার কিনে খেতে হয়েছে।”

রাজশাহী এলপিজি ডিলার সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন কচি বলেন, তারা কেন্দ্রের নির্দেশ পালন করছেন। কেন্দ্র থেকে তাদের জানানো হয়েছে, দাবি মানা না হলে সারাদেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি স্থগিত থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী বিক্রি বন্ধ রয়েছে।

বুধবার সন্ধ্যায় দেশের সব পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে নোটিশ জারি করেছে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। এতে কমিশন বৃদ্ধি ও জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

নোটিশে বলা হয়েছে, ৮ জানুয়ারি থেকে দাবি মেনে নেওয়া না হলে দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে এবং কোম্পানির প্ল্যান্ট থেকেও গ্যাস উত্তোলন স্থগিত থাকবে।