মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬, পৌষ ২৩ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭

ব্রেকিং

দেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত রয়েছে: ফখরুল গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে ‘নাক গলায়’: গুম কমিশন প্রধান টানা দুই মাস ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির পারদ যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ চাঁদাবাজির মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় অভিযোগ গঠন পেছাল মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আনিসুল হকের সাড়ে চার কোটি টাকার গাড়িসহ ৫৮৪ শতাংশ জমি জব্দ ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে: ট্রাম্প নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬ আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

পর্যটন

মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তায় যৌথ বাহিনীর অভিযান

 প্রকাশিত: ১৮:০৪, ৫ জানুয়ারি ২০২৬

মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তায় যৌথ বাহিনীর অভিযান

জেলার মোংলায় পর্যটকবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

গতকাল রোববার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্টগার্ড উপকূলবাসীর কাছে আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১১টায় মোংলা থানাধীন ফেরিঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ-পুলিশ, নৌপরিবহন অধিদপ্তর এবং জেলা প্রশাসন বাগেরহাটের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে সুন্দরবনের বিভিন্ন পর্যটন রুটে চলাচলকারী লঞ্চ, ট্যুরিস্ট বোট ও অন্যান্য নৌযানসমূহের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, রুট পারমিট, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং ক্রুদের দক্ষতা সনদ যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও যাত্রীদের তালিকা সংরক্ষণ এবং নৌযানে নির্ধারিত ধারণক্ষমতা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে যাচাই করা হয়। উক্ত অভিযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ সেভিং ইকুইপমেন্ট এর ব্যবস্থা এবং তার ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নৌযানের ক্যাপ্টেন, মাস্টার ও ক্রুদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালীন নৌযানে অতিরিক্ত যাত্রী ধারনের জন্য যে সকল অবৈধ কাঠামো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ফিটনেস ও বৈধ লাইসেন্স ব্যতীত কোনো নৌযান চলাচল করতে পারবে না মর্মে সতর্ক করা হয়। এছাড়া প্রদত্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগেরহাট কর্তৃক ফিটনেসবিহীন বোটের মালিকদের জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।