ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথ বাড়ল, ভোট চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বুথের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বুথের সংখ্যা পূর্বের ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ নির্ধারণ করা হয়েছে।
শনিবার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বুথ সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থীরা আরও সহজে ও স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবেন।
এছাড়া ভোট গ্রহণের সময়ও চূড়ান্ত করা হয়েছে। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত (মোট ৮ ঘণ্টা) ভোট গ্রহণ চলবে। বিকেল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো সব শিক্ষার্থীই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।