শনিবার ৩০ আগস্ট ২০২৫, ভাদ্র ১৪ ১৪৩২, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

তাহেরের অভিযোগ: সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা রোডম্যাপ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৭:৩৭, ২৯ আগস্ট ২০২৫

তাহেরের অভিযোগ: সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীলনকশা রোডম্যাপ

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

কুমিল্লার চৌদ্দগ্রামে এক সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি এ রোডম্যাপকে সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার “নীলনকশা” হিসেবে আখ্যায়িত করেন।

আজ শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া ও বিচার দৃশ্যমান হওয়ার আগেই নির্বাচন ঘোষণার মাধ্যমে প্রধান উপদেষ্টা কোনো শক্তির কাছে নতি স্বীকার করেছেন বলে দেশবাসী মনে করছে।

তাহের বলেন, “অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল নিরপেক্ষ থাকবে, সংস্কার করবে এবং বিচার নিশ্চিত করবে। এরপরই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু ওয়াদা ভঙ্গ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।”

তিনি জানান, ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের কোনো আপত্তি নেই। তবে নির্বাচনের আগে জুলাই চার্টারকে আইনি ভিত্তি দেওয়াসহ প্রস্তাবিত পিআর পদ্ধতি নির্ধারণ জরুরি। এগুলো নিশ্চিত না করে রোডম্যাপ ঘোষণাকে তিনি নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলে মন্তব্য করেন এবং কমিশনের কাছে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।