মায়ামিতে লা লিগা ম্যাচ আয়োজনের প্রস্তাবে আপত্তি ২০ দলের অধিনায়কের

মায়ামিতে লা লিগা ম্যাচে সর্বসম্মত আপত্তি, খেলোয়াড়দের সম্মতি ছাড়া নয়
আগামী ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে প্রস্তাবিত লা লিগা ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন স্পেনের শীর্ষ লিগের ফুটবলাররা। গত রাতে অধিনায়কদের বৈঠক শেষে স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠন (এএফই) জানায়, এবারের মৌসুমের সব ২০ দলের অধিনায়ক এ প্রস্তাবের বিরোধিতা করেছেন।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচটি। তবে এএফইর দাবি, খেলোয়াড়দের মতামত না নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই স্পেনের বাইরে লিগ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অসম্মানজনক। আমরা এর বিরোধিতা করছি।’
এএফই আরও জানায়, বিদেশে ম্যাচ আয়োজন খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তি বাড়াবে এবং প্রতিযোগিতার কাঠামোতেও প্রভাব ফেলবে। তারা জোর দিয়ে বলেছে, ‘আমরা স্বচ্ছতা ও সম্মান চাই। খেলোয়াড়দের ছাড়া এই প্রতিযোগিতা সম্ভব নয়। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’
২০১৮ সাল থেকে লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজনের চেষ্টা করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। স্পেনের বাইরে ম্যাচ আয়োজন করে লিগের জনপ্রিয়তা ও আয়ের উৎস বাড়ানোর পরিকল্পনা তাদের। এবার প্রস্তাবিত ম্যাচটি ভিয়ারিয়ালের হোম ম্যাচ হলেও সেটি ২৩ হাজার ধারণক্ষমতার এস্তাদিও দে লা সেরামিকার বদলে মায়ামির ৬৫ হাজার ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করে আরএফইএফ।
এরই মধ্যে ম্যাচ আয়োজনের জন্য ফিফা, উয়েফা, যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (ইউএসএসএফ) ও কনকাকাফের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এখনো কোনো সংস্থা আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি।
এর আগে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদও বিদেশে লা লিগা ম্যাচ খেলার প্রস্তাবের বিরোধিতা করেছিল। এবার সব ক্লাব অধিনায়কের অবস্থান স্পষ্ট করল—খেলোয়াড়দের মতামত ছাড়া লা লিগা বিদেশে নেওয়া যাবে না।