ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার মামলার নিষ্পত্তির আশা চিফ প্রসিকিউটর

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি আগামী ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘ডেল্টা কনফারেন্স ২০২৫’ শেষে বাসস-এর সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে বহু পুলিশ সদস্য জড়িত ছিলেন। পুলিশের বিরুদ্ধেই আবার পুলিশকে দিয়ে তদন্ত চালাতে হয়েছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। অনেক আলামতও নষ্ট করে ফেলা হয়েছিল। তারপরও বিচার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিতে পেরেছি।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মান অনুসরণ করে এমনভাবে বিচার কার্যক্রম চলছে, যাতে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত নিষ্পত্তি অচিরেই হবে।”
চিফ প্রসিকিউটর আশাবাদ ব্যক্ত করে বলেন, “দেশবাসী ফেব্রুয়ারির আগেই শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার ফলাফল দেখতে পাবে।”