২০ বলের জন্য ৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন জাম্পা

মাত্র ২০ বলের জন্যই অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে ছুটছেন জাম্পা
অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ইংল্যান্ডের টি–টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হানড্রেডের ফাইনালে খেলতে যাচ্ছেন। মাত্র ২০টি বল করার সুযোগের জন্যই তাঁকে যাওয়া–আসা মিলিয়ে প্রায় ৩৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে।
জাম্পা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলেছেন। সেই সিরিজ শেষ হয়েছে ২৪ আগস্ট। এর মধ্যেই ডাক পড়েছে দ্য হানড্রেডে ওভাল ইনভিন্সিবলসের হয়ে খেলার জন্য। আফগান স্পিনার রশিদ খান জাতীয় দলে ব্যস্ত থাকায় তাঁকে বদলি হিসেবে দলে নিচ্ছে ওভাল।
ফাইনালকে সামনে রেখে দলের কোচ টম মুডি বলেছেন, ‘আমরা জাম্পাকে চাই। জাম্পাও আসতে রাজি। ও এই দল ও সারের সঙ্গে পরিচিত। এর আগেও ভাইটালিটি ব্লাস্টে খেলেছে।’
গত দুই আসরের ফাইনাল জিতে শিরোপা ধরে রেখেছে ওভাল। দুই মৌসুমেই দলে ছিলেন জাম্পা। সর্বশেষ মৌসুমে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। নিয়ম অনুযায়ী ফাইনালে একজন বোলার সর্বোচ্চ ২০ বল করতে পারবেন।
আগামী রোববার লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ওভালের প্রতিপক্ষ হবে ট্রেন্ট রকেটস অথবা নর্দার্ন সুপারচার্জার্স।