শনিবার ৩০ আগস্ট ২০২৫, ভাদ্র ১৫ ১৪৩২, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে নতুন ট্রেন না দিলে রেলপথ অবরোধের হুঁশিয়ারি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৬:২০, ৩০ আগস্ট ২০২৫

সিলেটে নতুন ট্রেন না দিলে রেলপথ অবরোধের হুঁশিয়ারি

নতুন ট্রেন চালুর দাবিতে আন্দোলনকারীদের কর্মসূচি ঘোষণা

সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালুসহ আট দফা দাবি না মানলে রেলপথ অবরোধের কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

‘আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক ও গণমাধ্যমকর্মী আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন অ্যান্টিকরাপশন সোসাইটির চেয়ারম্যান এ জামান চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপির সদস্য আবদুল জলিল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমানসহ স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী।

বক্তারা অভিযোগ করেন, সিলেট বহুদিন ধরে রেল যোগাযোগে বৈষম্যের শিকার। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই অঞ্চলের রেলপথের ইঞ্জিন ও বগিগুলোর অবস্থা নাজুক। প্রায়ই ইঞ্জিন নষ্ট হয়, বহু স্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

আট দফা দাবি

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—

  • সিলেট–ঢাকা ও সিলেট–কক্সবাজার রেলপথে দুটি নতুন ট্রেন চালু

  • সিলেট–আখাউড়া সেকশনের রেলপথ সংস্কার করে ডুয়েলগেজে উন্নীত করা

  • সিলেট–আখাউড়া লোকাল ট্রেন চালু

  • বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশনগুলো পুনরায় চালু

  • কুলাউড়া স্টেশনে টিকিট বরাদ্দ বৃদ্ধি

  • কালনী ও পারাবত এক্সপ্রেসে আজমপুর স্টেশনের পর যাত্রাবিরতি বন্ধ

  • সব ট্রেনে নতুন ইঞ্জিন সংযোজন

  • যাত্রী অনুপাতে অতিরিক্ত বগি সংযোজন

কর্মসূচি

দাবি আদায়ের অংশ হিসেবে আন্দোলনকারীরা ৩১ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত জনসমর্থন সংগ্রহ, ১৩ থেকে ২৬ সেপ্টেম্বর রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং ২৭ সেপ্টেম্বর কুলাউড়া রেলস্টেশনে গণ–অনশনের কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে একই দাবিতে রেল উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান এবং বিভিন্ন রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।