রোববার ৩১ আগস্ট ২০২৫, ভাদ্র ১৬ ১৪৩২, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নুরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

 প্রকাশিত: ২১:১৮, ৩০ আগস্ট ২০২৫

নুরের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি নুরের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নুরসহ আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। প্রয়োজনে নুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার বিষয়েও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাইকোর্টের একজন বিচারকের নেতৃত্বে এ তদন্ত পরিচালিত হবে এবং প্রয়োজনে অতিরিক্ত সদস্য যুক্ত করা হবে।

প্রেস সচিব আরও বলেন, “নুর দীর্ঘদিন ধরে ছাত্রনেতা এবং গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রভাবশালী নেতা। তার নেতৃত্ব ও সাহস দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।” তিনি জানান, প্রধান উপদেষ্টা নুর ও অন্যান্য আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দেশে যথেষ্ট উপযুক্ত পরিবেশ রয়েছে। জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের আগেই অনুষ্ঠিত হবে।”