চাকসু নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থী হতে হলে ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার ফল পজিটিভ আসলে কেউ প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ডোপ টেস্টের ফলও জমা দিতে হবে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, তফসিলে ডোপ টেস্টের উল্লেখ না থাকলেও ফলাফল জমা দেওয়ার নিয়ম করা হয়েছে।
ডোপ টেস্টের নিয়ম
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ পরীক্ষা করাতে হবে এবং এর জন্য প্রার্থীদের ৩৭৫ টাকা ফি দিতে হবে। এছাড়া হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহে ২০০ টাকা ও কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রে ৩০০ টাকা ফি দিতে হবে। অর্থাৎ একজন প্রার্থীকে মোট ৫৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত খরচ করতে হবে। পরীক্ষা দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফল জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ডোপ টেস্টের ফলাফল গোপন থাকবে এবং শুধু প্রার্থীই তা জানতে পারবেন। কোনো শিক্ষার্থী যদি ওষুধ সেবনের কারণে পজিটিভ হন, তবে কমিশন বিষয়টি বিবেচনা করবে।
নির্বাচনের তফসিল
গতকাল বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে ২৫ হাজার ৭৫২ জনের। আগামী সোমবার তালিকা প্রকাশের পর ৪ সেপ্টেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১১ সেপ্টেম্বর।
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এবং জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
৩৫ বছর পর চাকসু নির্বাচন
১৯৭০ সালে প্রথমবার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এত দিন মাত্র ছয়বার ভোট হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। দীর্ঘ বিরতির পর এবার ৩৫ বছর পর চাকসুতে ভোট হতে যাচ্ছে।
শিক্ষার্থীরা জানান, চাকসুর কার্যালয় এত দিন মূলত ক্যানটিন ও কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্ষোভ থেকে গত ১ জুলাই শিক্ষার্থীরা ভবনের নামফলকে ‘জোবরার ভাতের হোটেল ও কমিউনিটি সেন্টার’ লেখা ব্যানার টাঙান। নির্বাচনের তারিখ ঘোষণার পর ক্যাম্পাসে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।