রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ঝড় ক্লাদিয়ায় পতুর্গালে নিহত ৩, ব্রিটেনে বন্যা

 প্রকাশিত: ১০:৪৭, ১৬ নভেম্বর ২০২৫

ঝড় ক্লাদিয়ায় পতুর্গালে নিহত ৩, ব্রিটেনে বন্যা

ঝড় ক্লাদিয়ার তাণ্ডবে পর্তুগালে তিনজন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঝড়ের প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে যুক্তরাজ্যের ওয়েলস ও ইংল্যান্ডে বন্যা দেখা দিয়েছে।রয়টার্স জানিয়েছে, ক্লাদিয়ার কারণে পর্তুগাল ও প্রতিবেশী স্পেনের কিছু অংশে কয়েকদিন ধরে তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়টি এখান থেকে এগিয়ে শনিবার ওয়েলস ও ইংল্যান্ডে হাজির হয়েছে।

উদ্ধারকারীরা বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনের পাশ দিয়ে বয়ে যাওয়া তাগুস নদীর অপর পাড়ে ফেয়াঁউ ফেয়রু এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া একটি বাড়ি থেকে বৃদ্ধ এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছেন। রাতে যখন হঠাৎ করে পানি বেড়ে যায়, তখন সম্ভবত তারা ঘুমিয়ে ছিলেন আর নিজেদের রক্ষা করতে পারেননি।

দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, শনিবার পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলবুফেইরাতে একটি টর্নেডো আঘাত হেনেছে। এতে এক ক্যাম্পিং এলাকায় ৮৫ বছর বয়সী একজন ব্রিটিশ নারী নিহত হন।

আঞ্চলিক বেসামরিক সুরক্ষা কমান্ডার ভিতোর ভাশ পিন্টো জানিয়েছেন, এই ক্যাম্পিং এলাকার নিকটবর্তী একটি হোটেলে ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর আর তারা হাসপাতালে আছেন।

শনিবার এক বিবৃতিতে পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলু হ্যাবেলু দ্য সুজা আলবুফেইরাতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পর্তুগালের আবহাওয়া পরিষেবা আপিএমএ দক্ষিণাঞ্চলীয় পর্যটন এলাকা আলগার্ভ এবং জেঝা ও সইটুবাল জেলায় দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অ্যাম্বার অ্যালার্ট জারি করেছে।

ঝড় ক্লাদিয়ার কারণে ওয়েলস, ইংল্যান্ডে বন্যা

শনিবার ব্রিটেনের ওয়েলসের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মনমাউথ ও এর আশপাশের এলাকায় ব্যাপক বন্যা দেখা দেয়।

সাউথ ওয়েলসের দমকল পরিষেবা জানিয়েছে, তারা উদ্ধার অভিযান, লোকজনকে সরিয়ে নেওয়া ও নিরাপত্তা পরীক্ষা করছে।

ওয়েলস সরকারের এক মুখপাত্র বলেছেন, “রাতে ঝড় ক্লাদিয়া ওয়েলসের কিছু অংশে উল্লেখযোগ্য বন্যার কারণ হয়েছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ড্রোন থেকে গ্রহণ করা ভিডিও ফুটেজগুলোতে মনমাউথে ব্যাপক বন্যার চিত্র দেখা গেছে। নিকটবর্তী নদীর পানি রাতে পাড় উপচে শহরে ঢুকে পড়ার পর এর কেন্দ্রস্থল ও আবাসিক এলাকাগুলো ডুবে গেছে।

নেচার রিসোর্সেস ওয়েলস বন্যার ১১টি পূর্ব সতর্কতা জারি করেছে, এর মধ্যে চারটি গুরুতর। এর পাশাপাশি তারা ১৭টি বন্যাজনিত বিপদসংকেত দিয়েছে।

ইংল্যান্ডের পরিবেশ সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে বন্যার ৪৯টি সক্রিয়া পূর্ব সতর্কতা ও ১৩৪টি বন্যাজনিত বিপদসংকেত জারি করা হয়েছে।