রাতে তিন বাসে আগুন, হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ঢাকায় কয়েকটি জায়গায় হাতবোমার বিস্ফোরণও ঘটেছে।
শনিবার রাতের এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাজারীবাগ
বেড়িবাঁধ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয় শনিবার রাতে।
তিনি বলেন, “রাত ১১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”
এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে রাত সোয়া ৩টার দিকে বলাকা পরিবহনে এবং সাভারের রাজ ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইতিহাস পরিবহনে ভোর পৌনে ৪টার দিকে আগুন দেওয়ার তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
“কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি এবং কোন হতাহতের খবর পাওয়া যায়নি।”
এদিকে শনিবার সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, সন্ধ্যার পর যেখানে একটি মোটরসাইকেলে আগুন ধরে গেলে তাৎক্ষণিক ভাবে তা নিভিয়ে ফেলাও হয়।
আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে। এছাড়া রাত সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
আগারগাঁওয়ের দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে হাতিরঝিল এবং শাহবাগ থানা জানিয়েছে।