রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে আগুন

 প্রকাশিত: ১০:৪৬, ১৬ নভেম্বর ২০২৫

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে আগুন

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় একটি কভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়েছে।

শনিবার রাত ১২টার দিকে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “শনিবার রাত ৮টার দিকে চালক কভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়।

“পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও কোন কাজ হয়নি।”

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায় ঘিরে এসব করা হচ্ছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।”