মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৫ ১৪৩২, ১৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমৃদ্ধ রাষ্ট্র গড়তে চায় জামায়াত: পরওয়ার তফসিলের পর অনুমোদনহীন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ প্রধান বিচারপতির বাসভবনসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা বেগম রোকেয়াকে ‘কাফির-মুরতাদ’ বললেন রাবি শিক্ষক শত বছরেও কেন আরেকজন রোকেয়া তৈরি হলো না, আক্ষেপ প্রধান উপদেষ্টার দেশের বাইরে যেতে চান না খালেদা জিয়া নির্বাচন নিয়ে ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: নজরুল ফের সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা ডিসেম্বরে এক লাখ ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের থাই হামলায় কম্বোডিয়ার নিহত বেড়ে ৬ লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলি সেনাবাহিনীর লন্ডনযাত্রা স্থগিত, আপাতত ঢাকাতেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা রাজশাহীতে এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, হত্যাচেষ্টার অভিযোগ থানায় টানা ৪ দিন পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে আফগান সীমান্তের কাছে ‘জঙ্গি হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত’ উত্তর-পূর্ব জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত অন্তত ৩০

স্বাস্থ্য

টিকার আওতা বাড়েনি এক যুগেও, বঞ্চিত ১৬% শিশু: গবেষণা

 প্রকাশিত: ০৯:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

টিকার আওতা বাড়েনি এক যুগেও, বঞ্চিত ১৬% শিশু: গবেষণা

দেশে গত ১২ বছরে টিকাদান কর্মসূচির ‘আওতা’ না বাড়ায় এখনও প্রায় ১৬ শতাংশ শিশু টিকা পায় না বলে এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ এই গবেষণায় উঠে এসেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) নানা প্রতিবন্ধকতাও।

সোমবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে টিকা কার্যক্রমের সাফল্য, বিদ্যমান চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

মূল প্রবন্ধে স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিজাম উদ্দিন বলেন, “দেশে ১৯৮৪ সালে ইপিআইয়ের আওতা ছিল ২ শতাংশের নিচে।

“এটি বর্তমানে ৮৩ দশমিক ৯ শতাংশ হয়েছে। ২০১২ সালেও টিকাদান কর্মসূচির আওতা ছিল ৮৪ শতাংশের নিচে। সে হিসাবে গত ১২ বছর টিকাদান কর্মসূচির আওতা বাড়েনি।”

নিজাম উদ্দিনি বলেন, ইপিআইয়ের উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে জনবলের ঘাটতি, অঞ্চলভিত্তিক টিকাকেন্দ্রের অসম বণ্টন, অপর্যাপ্ত অর্থ বরাদ্দ ও টিকার অপর্যাপ্ততা।

টিকাদান কর্মীদের প্রশিক্ষণের অভাব, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় টিকা পরিবহনজনিত সমস্যা এবং টিকাদান সম্পর্কিত প্রচারের অভাবও রয়েছে।

গবেষণা প্রতিবেদনের বরাতে নিজাম উদ্দিন বলেন, শহর ও গ্রামে টিকাদান প্রকল্পে বরাদ্দ জনবলের প্রায় ৪০ শতাংশ ও ইপিআই সদর দপ্তরে ৪৩ শতাংশ পদ শূন্য।

“আরবান ইমিউনাইজেশন স্ট্র্যাটেজি ২০১৯ ও ইপিআই মাইক্রোপ্ল্যান ২০২৪ অনুযায়ী, প্রতি ৫০ হাজার জনসংখ্যার জন্য ছয়জন টিকাকর্মী প্রয়োজন। বাংলাদেশে আজও এটি বাস্তবায়ন হয়নি।”

টিকাদান বাড়াতে শহর ও গ্রামে বরাদ্দকৃত জনবলের শূন্য পদে দ্রুত নিয়োগ, জনসংখ্যাভিত্তিক জনবলনীতি বাস্তবায়ন, প্রয়োজন অনুযায়ী টিকা বণ্টন, প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় টিকা সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন গবেষণা প্রকল্পের পলিসি অ্যাডভাইজার অধ্যাপক রফিকুল ইসলাম।