বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫, পৌষ ৩ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

শিক্ষা

সতীর্থের মৃত্যু: ফার্মগেইটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

 প্রকাশিত: ১৪:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৫

সতীর্থের মৃত্যু: ফার্মগেইটে তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে তারা ফার্মগেইটে কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।

দুপুর পৌনে ১টায় তেজগাঁও থানার ওসি কৈশন্যু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছেন না। তারা তাদের ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন।

"আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা সড়ক অবরোধ করবেন না বলে আমাদের বলেছেন। তারা নিজেদের ক্যাম্পাসে বিক্ষোভ দেখাচ্ছেন।"

আন্দোলনরতদের একজন ফারহান আহমেদ বলেন, “গত ৬ ডিসেম্বর আমাদের সহপাঠী সাকিবুল রানাকে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল নেতাদের নেতৃত্বে কিছু বহিরাগত নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। আমাদের বন্ধু ৬ থেকে ১০ ডিসেম্বর আইসিইউতে ভর্তি ছিল। ১০ ডিসেম্বর সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা কলেজ প্রশাসন সহ স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে ৪৮ ঘন্টা সময় দিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টায় আমরা তেমন কোন অগ্রগতি দেখতে পাইনি। তারা একজনকে আটক করেছে এবং আটক করে তারা বসে আছে।

"আমরা চাই পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যতদিন পর্যন্ত না আমরা আমাদের বন্ধুর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারতেছি ততদিন আমরা আন্দোলন থামাবো না।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাকিবুল হাসান রানার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তারা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

"শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন তখন কলেজ ক্যাম্পাসের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল।"