মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬, পৌষ ২৩ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭

ব্রেকিং

দেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত রয়েছে: ফখরুল গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে ‘নাক গলায়’: গুম কমিশন প্রধান টানা দুই মাস ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির পারদ যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ চাঁদাবাজির মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় অভিযোগ গঠন পেছাল মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আনিসুল হকের সাড়ে চার কোটি টাকার গাড়িসহ ৫৮৪ শতাংশ জমি জব্দ ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে: ট্রাম্প নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬ আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

সংস্কৃতি

নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’ বাজারে

 প্রকাশিত: ১৭:৫৩, ৫ জানুয়ারি ২০২৬

নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’ বাজারে

প্রতি বছর হাজার হাজার ছেলে-মেয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মাদরাসা থেকে শিক্ষা সম্পন্ন করে ফারেগ হন। এঁদের অধিকাংশই সে অর্থে জানেন না— ফারেগ হয়ে কী করবেন? আগামী বছর তাঁর কী করা উচিত? সামনের দিনগুলোতে তাঁর করণীয় কী? আগত ভবিষ্যৎ জীবনে তাঁর কোন পথে হাঁটা উচিত? কোন ময়দানে থিতু হওয়া সময়ের দাবি?

তিনি কী ধরনের স্বপ্ন দেখবেন? কোন স্বপ্ন সাধনে পা পা এগিয়ে যাবেন? কীভাবে জীবন যুদ্ধে জয়ী হবেন? কোন উপায়ে সফল, উজ্জ্বল, নান্দনিক ক্যারিয়ার গড়ে তুলবেন?

তিনি কি আরও পড়াশোনা করবেন? দেশের মাটিতে করবেন? না, বিদেশে? কোন প্রতিষ্ঠানে? কী পড়বেন? কতদিনই বা পড়বেন?

নাকি পড়াশোনা চুকিয়ে শিক্ষকতার ময়দানে পা বাড়াবেন? মসজিদ-মাদরাসার খেদমতে আত্মনিয়োগ করবেন? খেতাবতি বা ওয়াজ-নসিহতের ময়দানে নেমে পড়বেন? না, দাওয়াত ও তাবলিগের জন্যে 'সালে' বেরিয়ে পড়বেন? না, আপাতত একটা চিল্লা দিয়ে নেবেন?

চাকরি করবেন? নাকি উদ্যোক্তা হবেন? পুরনো ধারাতেই জুড়ে থাকবেন? না, নতুন কিছু করবেন? না, এসব ফেলে ব্যাবসা-বাণিজ্যে মনোযোগী হবেন? অনলাইনে বিজনেস করবেন? নাকি ফ্রিল্যান্সিং করবেন?

তিনি আয়-রোজগার কীভাবে করবেন? অর্থ-কড়ি কীভাবে জোগাড় করবেন? কোত্থেকে তাঁর জীবন-জীবিকা নির্বাহ হবে? 

মাদরাসা-মসজিদ থেকে বেতন নেবেন কি? বেশি বেতনের জন্য দৌড়-ঝাপ করবেন কি? মাদরাসা-মসজিদে খেদমতের পাশাপাশি আর কী পেশায় জড়াবেন? আলেমের জন্য কী কী পেশা গ্রহণ করার সুযোগ আছে? কোন কোন পেশা একজন আলেমের জন্যে শোভনীয় বা অশোভনীয়...?

উন্নত, উজ্জ্বল, নিরাপদ ক্যারিয়ার ভাবনায় এমন হাজারো প্রশ্ন দলা পাকে নবীন আলেমের কোমল মনের ওই ছোট্ট দহলিজে। 

এসব প্রশ্নের সায়েন্টিফিক, কার্যকরী, পরীক্ষিত, নিরাপদ উত্তর দিতেই ‘আকাবির ও আসলাফের ভাষ্যে নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’র অবতারণা। এমন হাজারো মনের হাজারো প্রশ্নের উত্তর দিতেই মূলত বইটি লিখেছেন বিশিষ্ট আলেমে দীন মাসুম আবদুল্লাহ।তিনি বলেন, আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান ও যৎসামান্য অভিজ্ঞতার ফাঁপা ঝুলি আপনাদের সামনে খুলে ধরার ন্যূনতম চেষ্টা করিনি। বরং কালজয়ী বিজ্ঞ অভিজ্ঞ মহান মনীষীদের দ্বারস্থ হয়েছি। তাঁদের নির্বাচিত বয়ানের পরিমার্জিত রূপ তুলে ধরেছি কেবল। মৌমাছির মতো বিশুদ্ধ প্রক্রিয়ায় অথেন্টিক সোর্স থেকে আহরিত যুগশ্রেষ্ঠ প্রথিতযশা ছয়জন আকাবির ও আসলাফের পিওর জ্ঞানভাণ্ডার তুলে ধরেছি।

লেখক বলেন, নবীন আলেমকে ভবিষ্যৎ জীবনের সুনির্দিষ্ট নিরাপদ পথের সন্ধান দেওয়ার কসরত করেছি। সম্ভাব্য সব গলিপথে গন্তব্য ছোঁয়ার দিশা দেওয়ার চেষ্টা করেছি। জীবনের লক্ষ্য পূরণের মন্ত্র শিখিয়েছি। জীবন ঘনিষ্ঠ সব জটিলতার নিরাপদ নিরসন-কৌশল বাতলে দেয়ার সাহস করেছি। সর্বোপরি- জীবন সাজাতে, ক্যারিয়ার রাঙাতে, নতুন দিগন্ত উন্মোচনে ব্রতী হয়েছি, আলহামদুলিল্লাহ!

বইয়ের নাম : আকাবির ও আসলাফের ভাষ্যে নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা