তারেক রহমানের অদম্য নেতৃত্বে অটুট বিএনপি
নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন’- এমন স্লোগান দিয়ে নির্বাসিত জীবনের দীর্ঘ ১৭ বছর ধরে দলের সাধারণ কর্মীদের বুকে সাহস জুগিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাজার মাইলে দূরে থেকেও দৃঢ় কণ্ঠের সুস্পষ্ট বক্তব্যে কর্মীদের দায়িত্ববোধ ও কর্ম-স্পৃহা জাগিয়ে তুলেছেন। অদম্য নেতৃত্বে দলকে করেছেন অনেক সুসংহত। নেতাকর্মীদের রেখেছেন ঐক্যবদ্ধ। এমনকি সরকার পরিচালনার জন্য নিজেকে তৈরি এবং শানিত করেছেন। অবশেষে জোয়ার-ভাটার এক ঘোর অমানিশা পেরিয়ে বর্তমানে তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেতা হয়ে উঠেছেন।
অপ্রতিরোধ্য বাংলাদেশী জাতীয়তাবাদের পতাকাবাহী এই নেতা দীর্ঘ সময় সুদূর যুক্তরাজ্যে নির্বাসিত থাকলেও দলীয় সিদ্ধান্ত, কৌশলগত পরিকল্পনা ও রাজনৈতিক নির্দেশনায় এখন তিনি বিএনপির কেন্দ্রীয় চালিকাশক্তি। দলটির শীর্ষস্থানীয় থেকে কেন্দ্রীয়, জেলা, উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তারেক রহমান। তার রাজনৈতিক চরিত্রের মধ্যে দলের কর্মী-সমর্থকেরা খুঁজে পাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। নেতাকর্মীরা বলছেন, একজন নেতার নেতৃত্বের মূল শক্তি থাকে তার ন্যায়বোধ আর মানসিকতায়। তার আদর্শের মহিমায়। তারেক রহমান তেমনই একজন নেতা; যিনি দূর থেকেও ছিলেন সবচেয়ে কাছে।