ভোট কারচুপির অভিযোগে হন্ডুরাসে হাজারো মানুষের বিক্ষোভ
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক বুধবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।
তেগুসিগালপা থেকে এএফপি এ খবর জানায়।
নির্বাচন কমিশন জানায়, হাজার হাজার ব্যালট পেপারে অসংগতি থাকায় ৩০ নভেম্বরের নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দেরি হচ্ছে। এদিকে প্রার্থীদের পক্ষ থেকে কারচুপির পাল্টাপাল্টি অভিযোগের কারণে এই অসংগতি দূর করার প্রক্রিয়া শুরু হতেও বিলম্ব হয়েছে।
নির্বাচনের প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, রক্ষণশীল ব্যবসায়ী নাসরি আসফুরা ডানপন্থী টেলিভিশন উপস্থাপক সালভাদর নাসরাল্লার চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। এদিকে, আসফুরাকে সমর্থন দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তেগুসিগালপায় অনুষ্ঠিত এই বিক্ষোভে বামপন্থী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর প্রায় ৫০ হাজার সমর্থক অংশ নেন। তারা একে একটি ‘নির্বাচনী অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেন এবং ফলাফল পরিবর্তন ও এতে ট্রাম্পের বৈদেশিক হস্তক্ষেপের অভিযোগ তোলেন।
বিক্ষোভ চলাকালে কাস্ত্রো বলেন, ‘আমি আপনাদের এখানে ডেকেছি, যাতে কোনোভাবেই ভোটের নথিপত্র বা রেকর্ড জালিয়াতি করতে না পারে।’
কাস্ত্রোর লিব্রে পার্টি এবং নাসরাল্লার লিবারেল পার্টি উভয় দলই এখন ‘ভোট-বাই-ভোট’ বা প্রতিটি ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে। তবে আসফুরার ন্যাশনাল পার্টি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ভোটে তৃতীয় অবস্থানে থাকা লিব্রে পার্টির প্রার্থী রিক্সি মোনকাদা এই নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি এই নির্বাচনকে ‘ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি’ বলেও আখ্যা দেন।
হন্ডুরাসের ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল (সিএনই) জানিয়েছে, চূড়ান্ত বিজয়ী ঘোষণা করার জন্য তাদের হাতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে।