বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, পৌষ ১০ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

ব্রেকিং

‘পদত্যাগ করে ভোট করবেন’ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান শরিকদের আরো আট আসন দিল বিএনপি গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে কুপিয়ে হত্যা চর দখলে ৫ খুন: ২৪ ঘণ্টায় আটক নেই, হয়নি মামলা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো এলডিপির রেদোয়ান আহমেদ যোগ দিলেন বিএনপিতে যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫ মস্কোয় পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: মামলায় আসামি যুবশক্তি নেত্রী তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত ৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি

খেলা

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের অংশগ্রহণ খেলাধুলায়

 প্রকাশিত: ২০:২০, ২৪ ডিসেম্বর ২০২৫

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের অংশগ্রহণ খেলাধুলায়

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের অংশগ্রহণে জেলা পর্যায়ে ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ৯টায় নগরীর বেলস্ পার্কে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী, ক্রীড়া প্রতিযোগিতা, সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব। 

জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সহ জেলার ১০টি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানরা।

উদ্বোধনী আলোচনা সভায় অতিথিরা সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

এরপর ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হয়।

দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।