গাজীপুরে ইটভাটায় জাসাস নেতাকে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় ফরিদ সরকার (৪১) নামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে গোসিংগার এলাকায় এবিএম ব্রিকস থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদ সরকার শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
ফরিদের পরিবার ও এলাকাবাসী জানায়, গত রাতে খাবার খেয়ে ফরিদ সরকার এবিএম ব্রিকসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি এবিএম ব্রিকসে মাটি সরবরাহ করতেন। গোসিংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে তার পরিবার জানতে পারে, ফরিদ সরকার আহত হয়েছেন। এ খবর পেয়ে ফরিদ সরকারের বাবা জামাল উদ্দিন ওই ইটভাটায় যান।
সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জামাল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফরিদ সরকারকে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম রফিক জানান, ইটভাটার ম্যানেজার ফোন করে জানান ফরিদ সরকারকে কারা যেন ইটভাটায় এসে কুপিয়েছে ও পিটিয়েছে। এসময় ফরিদ মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন। পরে আমি ফরিদের নিকটাত্মীয় সবুজ মেম্বারকে জানালে তার মাধ্যমে খবর পেয়ে ফরিদের স্বজনেরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কিছু আলামত পেয়েছি।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।