ট্রাম্পের প্রতিশ্রুতি: ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক জোয়ার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী বছর দেশটি এমন এক অর্থনৈতিক জোয়ার আনতে যাচ্ছে, যার দৃষ্টান্ত বিশ্ব আগে কখনো দেখেনি।
বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নিজের নীতির পক্ষে সাফাই গেয়ে এ কথা বলেন। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
হোয়াইট হাউস থেকে দেওয়া ওই ভাষণে ট্রাম্প দাবি করেন, তাঁর পূর্বসূরি জো বাইডেন ১১ মাস আগে অর্থনীতির যে ‘অগোছালো অবস্থা’ রেখে গেছেন, তিনি তা ঠিক করছেন। তিনি বলেন, আমাদের দেশ আগের যে কোনো সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে।