বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫, পৌষ ১০ ১৪৩২, ০৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২ হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমলো এলডিপির রেদোয়ান আহমেদ যোগ দিলেন বিএনপিতে জাতিসংঘে ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫ মস্কোয় পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশে ফিরতে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: মামলায় আসামি যুবশক্তি নেত্রী তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত ৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি

আন্তর্জাতিক

পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২

 প্রকাশিত: ১৪:০৯, ২৪ ডিসেম্বর ২০২৫

পোল্যান্ডের কয়লাখনিতে গ্যাস লিক হয়ে নিহত ২

পোল্যান্ডের একটি কয়লাখনিতে মিথেন গ্যাস লিক হয়ে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। খনি কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। উল্লেখ্য, একই খনিতে গ্যাস বিস্ফোরণে ২০২২ সালে ১৪ জনের প্রাণহানি ঘটেছিল। 

ওয়ারশ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার বিকেলে দক্ষিণ পোল্যান্ডের সিলেসিয়া অঞ্চলের প্নিওভেক খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান ইয়াসত্রজেবস্কা স্পোলকা ভেগলোয়া (জেএসডব্লিউ)। 

জেএসডব্লিউ জানিয়েছে, নিহত দুই শ্রমিকই ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং দুর্ঘটনার সময় তারা ভূপৃষ্ঠের ৮৩০ মিটার (২ হাজার ৭২৩ ফুট) নিচে কাজ করছিলেন। অন্য আটজনকে উদ্ধার করা হয়েছে।

পোল্যান্ড এখনো তার মোট জ্বালানির প্রায় ৬০ শতাংশ কয়লার ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক খনি দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

পোল্যান্ড এখনও তার প্রায় ৬০ শতাংশ জ্বালানির জন্য কয়লার ওপর নির্ভরশীল এবং সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক খনি দুর্ঘটনা ঘটেছে।
২০২২ সালের এপ্রিলে একই প্নিওভেক খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৪ জন শ্রমিক ও উদ্ধারকর্মী নিহত হয়েছিলেন।

পোল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিপি জানিয়েছে, চলতি বছর খনিতে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, পোল্যান্ড তার অর্থনীতিকে কার্বনমুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং আগামী কয়েক দশকে একাধিক কয়লাখনি বন্ধ করার পরিকল্পনা করছে।