ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত
শহরের ক্যাডেট কলেজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তানভীর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আকাশ হোসেন (২২) নামে অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর রহমান ঝিনাইদহ পৌর এলাকার হামদহ মোল্লাপাড়ার আবুল বাসারের পুত্র। আহত মোটরসাইকেল আরোহী আকাশ হোসেন সদর উপজেলার ঘোড়শাল গ্রামের আব্দুল মজিদের পুত্র। নিহত তানভীরের খালা রোকেয়া খাতুন জানান, তানভীর স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র ছিল। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৮টার দিকে বন্ধু আকাশ হোসেনকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন তানভীর রহমান। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছালে স্প্রিডব্রেকার পার হতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তানভীর রহমান নিহত হন।
আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।