শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৫ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশ শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: প্রধান উপদেষ্টা ছায়ানটে হামলা `ফৌজদারী অপরাধ`, গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি: ফারুকী সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের ভেনিজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না: ট্রাম্প হাদির মৃত্যু: রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় হাদির লাশ আসবে সন্ধ্যায়, শনিবার মানিক মিয়ায় জানাজা হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ওসমান হাদিকে বাঁচানো গেল না সেনা সহযোগিতায় নেভানো হলো প্রথম আলো-ডেইলি স্টারের আগুন

জাতীয়

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের

 প্রকাশিত: ১৫:৩৮, ১৯ ডিসেম্বর ২০২৫

শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছোট বোন জামাই আমির হোসেন হাওলাদার বলেছেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগে। তাই শাহবাগে যেন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। 

একই সঙ্গে হাদির কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং তার জীবনী স্কুল-কলেজের পাঠ্যসূচিতে সংযুক্ত করার দাবি জানান তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আমির হোসেন।

আমির হোসেন বলেন, সারা দেশের মানুষ যেভাবে হাদিকে ভালোবাসতো, সেই ভালোবাসা এমনি এমনি সৃষ্টি হয়নি—এটি তার অর্জন। পরিবারের সবার কাছে হাদি ছিলেন অত্যন্ত স্নেহের ও আদরের। এলাকাবাসীর কাছেও তিনি ছিলেন প্রিয়।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ততক্ষণ আমরা থামব না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাবে না। কারণ আমরা যে হাদিকে হারিয়েছি, সেই হাদির আর ৫৫ বছরে জন্ম হবে না।

দাফনের বিষয়ে আমির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঢাকায় আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির লেখালেখিতে আমরা লক্ষ্য করেছি, যদি কেউ তাকে মেরে ফেলে, তাহলে তিনি তার বাবার পাশে কবর দেওয়ার কথা বলেছেন।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।