৩৬ বলে সেঞ্চুরি, ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০, অবিশ্বাস্য সুরিয়াভানশি
বৈভাব সুরিয়াভানশি এখন আর কোনো চমকপ্রদ নাম নয়। বিধ্বংসী সব ইনিংস তার কাছ থেকে প্রত্যাশিতই। তবু নতুন করে বিস্ময় উপহার দেওয়ার পথ তিনি খুঁজে নিচ্ছেন। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা ভারতের ১৪ বছর বয়সী বিস্ময়-বালক উপহার দিলেন আরও একটি রেকর্ডময় ইনিংস। তবে শেষটায় রয়ে গেল একটু খামতি। অল্পের জন্য হলো না ডাবল সেঞ্চুরির রেকর্ড।
ভারতের ঘরোয়া একদিনের ম্যাচের আসর ভিজায় হাজারে ট্রফির নতুন মৌসুমের উদ্বোধনী দিনেই তোলপাড় ফেলে দিলেন সুরিয়াভানশি। বিহারের হয়ে বুধবার রাঁচিতে আরুনাচলের বিপক্ষে উপহার দিলেন তিনি ৮৪ বলে ১৯০ রানের ইনিংস।
এর মধ্যে ১৫৪ রান করেছেন তিনি শুধু বাউন্ডারিতেই। চার মেরেছেন ১৬টি, ছক্কা ১৫টি।
১৪ বছর ২৭২ দিন বয়সে ইনিংসটি খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন সুরিয়াভানশি। তিনি ভেঙে দিয়েছেন জাহুর এলাহির রেকর্ড। সাবেক পাকিস্তানি ওপেনার ১৫ বছর ২০৯ দিন বয়সে রেলওয়েজের হয়ে সেঞ্চুরি করেছিলেন ১৯৮৬ সালে।
ইনিংসটির পথে শতরান ছুঁয়েছেন তিনি ৩৬ বলে। ফিফটি করতে তার বল লাগে ২৫টি। পরের পঞ্চাশ করে ফেলেন মাত্র ১১ বলেই। এর মধ্যে ছক্কাই ছিল ছয়টি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আর কেবল তিনজনের।
২৯ বলে সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেটি আন্তর্জাতিক ওয়ানডের দ্রুততম শতরান। ভারতের আনমোলপ্রিত সিং গত বছর পাঞ্জাবের হয়ে আরুনাচলের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৩৫ বলে।
শতরানে দ্রুততম না হলেও লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে দেড়শ ছোঁয়ার বিশ্বরেকর্ড ঠিকই গড়েছেন সুরিয়াভানশি। এখানে তিনি পেছনে ফেলেন ডি ভিলিয়ার্সকে।
৫৯ বল খেলে এ দিন দেড়শ স্পর্শ করেছেন সুরিয়াভানশি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি ভিলিয়ার্সের দেড়শ এসেছিল ৬৪ বলে।
সেখানেই না থেমে সুরিয়াভানশি ছুটে যাচ্ছিলেন দুইশর দিকে। দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ডটি মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার।
কিন্তু তেচি নেরির বলে আউট হয়ে যান ৮৪ বলে ১৯০ রান করে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড নিউ জিল্যান্ডের চ্যাড বোয়েসের, ১০৩ বলে।
সুরিভানশি যখন আউট হন, বিহারের ইনিংসের তখন মোটে ২৭ ওভার চলছে। ১৫৮ রানের উদ্বোধনী জুটিতে তার সঙ্গী মাঙ্গাল মাহরুর করেন কেবল ৪৩ বলে ৩৩ রান।