যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে বিস্ফোরণে নিহত ২, নিখোঁজ ৫
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পেনসিলভানিয়ার পূর্বাঞ্চলে একটি নার্সিং হোমে গতকাল মঙ্গলবার ‘ভয়াবহ’ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ওই রাজ্যের গভর্নর এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ফলে সিলভার লেক নামের নার্সিং হোমের একটি অংশ ধসে পড়ে এবং আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষ আটকা পড়ে।
রাজ্যের গভর্নর জোশ শাপিরো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই বিস্ফোরণে কমপক্ষে দুজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।’
গভর্নর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্ধারকর্মীদের প্রশংসা করেছেন। বিশেষ করে দমকলকর্মীরা নার্সিং হোমের ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে দেয় এবং পুলিশ সদস্যরা তাদেরকে পিঠে করে নিরাপদে স্থানে সরিয়ে নেয়।
ব্রিস্টল টাউনশিপের দমকল প্রধান কেভিন ডিপোলিটো বলেন, দমকলকর্মীরা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন ‘গ্যাসের তীব্র গন্ধ’ ছিল।
তিনি বলেন, ‘বিস্ফোরণের ফলে ওই নার্সিং হোমের ব্যাপক ক্ষতি হয়, প্রথম তলার অংশ বেসমেন্টে ধসে পড়ে এবং এর ফলে অনেকেই আটকে পড়েন।’
তিনি বলেন, জানালা-দরজা দিয়ে এবং সিঁড়ির ফাঁকে ও লিফটে আটকে থাকা বহু ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়।
ডিপোলিটো বলেন, পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, ‘ভবনটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাবো।’
রাজ্যের গভর্নর জোশ শাপিরো বলেন, এই প্রতিষ্ঠানটির নতুন মালিক এ মাস থেকে এসেছেন, এবং পেনসিলভানিয়ার স্বাস্থ্য পরিদর্শকরা গত ১০ ডিসেম্বর পরিদর্শন করেন এবং নার্সিং হোমের কর্মীদের সঙ্গে প্রতিষ্ঠানের মান উন্নয়নের পরিকল্পনা প্রস্তুত করেন।