রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত ‘চক্রের দুই সদস্যকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্র। তারা দুজনই রংপুরের মিঠাপুকুর উপজেলার কাপরিখাল ইউনিয়নের বাসিন্দা।
সনাতন চক্রবর্তী বলেন, শুক্রবার অনুষ্ঠেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রস্তুতি চলছিল। এটা জেনেই অভিযান চালানো হয়েছে।
“আমরা আজ তাদেরকে নিয়ে অভিযানে নামব। এর সঙ্গে আরো যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।”