শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, পৌষ ২৬ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ব্রেকিং

রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে হতাহত ১৬ আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ইরানে বড় সরকারবিরোধী বিক্ষোভ, তেহরানের সড়কে মানুষের ঢল ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দেবে সরকার গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে, অধ্যাদেশের খসড়া তৈরি রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ‘ফাঁসচক্রের দুই সদস্য’ গ্রেপ্তার প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামি দুই দিনের রিমান্ডে দিনভর ভুগিয়ে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার বন্ডাই বিচে বন্দুক হামলা : রয়েল কমিশন গঠনের ঘোষণা অস্ট্রেলিয়ার সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের ঝুঁকি বাড়াচ্ছে ‘কর্তন নিষিদ্ধ’ গাছ কাটলে এক লাখ টাকা জরিমানা, অধ্যাদেশ জারি সাগরে গভীর নিম্নচাপ, অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ দিপু হত্যা: লাশ পোড়ানোয় ‘নেতৃত্ব’ দেওয়া যুবক গ্রেপ্তার সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড মুছাব্বির হত্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা পাতানো নির্বাচন হবে না: সিইসি গ্রিনল্যান্ড কেনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম

ব্রিটিশ মুসলমানদের বছরে ২.২ বিলিয়ন পাউন্ড দানের রেকর্ড

 প্রকাশিত: ১৪:২৬, ৮ জানুয়ারি ২০২৬

ব্রিটিশ মুসলমানদের বছরে ২.২ বিলিয়ন পাউন্ড দানের রেকর্ড

একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে যে ব্রিটেনের মুসলিম সম্প্রদায় দেশটির সবচেয়ে উদার জনগোষ্ঠী। ইক্যুইটি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ মুসলমানরা প্রতি বছর আনুমানিক ২.২ বিলিয়ন পাউন্ড দাতব্য খাতে অনুদান দিয়ে থাকেন, যা যুক্তরাজ্যের গড় প্রাপ্তবয়স্ক নাগরিকের দানের তুলনায় প্রায় চার গুণ বেশি। ‘বিল্ডিং ব্রিটেন : ব্রিটিশ মুসলিম গিভ ব্যাক’ শীর্ষক এই প্রতিবেদনে দেখানো হয়েছে যে উচ্চ আয়ের মুসলিমরা দানশীলতায় বিশেষভাবে অগ্রণী। যাদের বার্ষিক আয় ৭৫,০০০ থেকে ৯৯,০০০ পাউন্ড, তারা একই আয়ের স্তরের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় প্রায় ১০ গুণ বেশি অনুদান প্রদান করেন। এই উদারতার মূল ভিত্তি ইসলামের শিক্ষা—বিশেষ করে জাকাত ও সদকা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী দাতব্য সংস্থাগুলোর সংগৃহীত তহবিলের প্রায় ৪০ শতাংশ আসে জাকাত থেকে, আর বাকি ৬০ শতাংশ আসে স্বেচ্ছাসেবী অনুদান থেকে।

ব্রিটিশ মুসলমানদের দানের একটি বড় অংশ আন্তর্জাতিক মানবিক সহায়তায় ব্যয় হয়েছে, যা বৈশ্বিক ইসলামী সংহতি ও পারিবারিক বন্ধনের প্রতিফলন। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রজন্মগত পরিবর্তনের ফলে স্থানীয় সামাজিক সংকটের দিকেও মনোযোগ বাড়ছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের মুসলমানরা গৃহহীনতা, খাদ্য নিরাপত্তাহীনতা, শিশু দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্য খাতে সক্রিয়ভাবে সহায়তা করছেন। সাভান্তা ফর ইক্যুইটি পরিচালিত এক জরিপে দেখা গেছে, মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা খাতে দানের ক্ষেত্রে ব্রিটিশ মুসলমানরা জাতীয় গড়ের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি অনুদান দেন।

প্রতিবেদনে যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন দাতব্য সংস্থার অবদানও তুলে ধরা হয়েছে। জাতীয় জাকাত ট্রাস্ট, যা ২০১১ সালে প্রতিষ্ঠিত, এ পর্যন্ত ২১,০০০-এর বেশি মানুষকে সহায়তা করেছে এবং ২৫ মিলিয়ন পাউন্ডের বেশি তহবিল বিতরণ করেছে। শুধু ২০২৩ সালেই সংস্থাটি প্রায় ৭ মিলিয়ন পাউন্ড জাকাত তহবিল ব্যয় করে, যার ৭৬ শতাংশ জরুরি ত্রাণে ব্যবহূত হয়। এর আবাসন সহায়তা কর্মসূচি উচ্ছেদ প্রতিরোধে কার্যকর ভূমিকা রেখে স্থানীয় কর্তৃপক্ষের ২৮.৮ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছে। এছাড়া ইসলামিক রিলিফ ইউকে ২০২৪ সালে যুক্তরাজ্যের স্থানীয় প্রকল্পে ৫ মিলিয়ন পাউন্ড অনুদান দেয় এবং আল খায়ের ফাউন্ডেশন গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে ৩ লাখ পাউন্ড দানসহ বিভিন্ন সংকটে জরুরি সহায়তা প্রদান করে। প্রতিবেদনটি ইঙ্গিত দেয়, ভবিষ্যতে ব্রিটিশ মুসলমানদের দানের প্ররিধি আরও বাড়বে—কারণ জরিপে অংশ নেওয়া দাতাদের প্রায় অর্ধেকই আগামী বছর তাদের অনুদান বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন।