বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

শিক্ষা

সরকারি পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় ডাটা ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্ম

 প্রকাশিত: ১৪:২৮, ১৫ ডিসেম্বর ২০২৫

সরকারি পর্যায়ে আন্তঃমন্ত্রণালয় ডাটা ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্ম

সরকারের রুটিন টিকাদান ব্যবস্থা আরো কার্যকর ও টেকসই করতে আন্তঃমন্ত্রণালয় ডাটা ইন্টারঅপারেবিলিটি প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি সমন্বিত ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর টিকা প্রদান সিস্টেমকে প্রাথমিক ইউজ কেস হিসেবে ব্যবহার করা হবে।

আজ ঢাকার একটি হোটেলে মন্ত্রিপরিষদ বিভাগের নেতৃত্বে এসপায়ার টু ইনোভেট (এটুআই), আইসিটি বিভাগ ও ইউএনডিপি বাংলাদেশ-এর আয়োজনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব জাহেদা পারভীন এ ঘোষণা দেন।

এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্ট্র্যাটেজিক কমিটি এবং কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। ইপিআই সিস্টেম বাস্তবায়নের সময় অর্জিত অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ইন্টারঅপারেবল সিস্টেম গঠনের ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে শীষ হায়দার চৌধুরী বলেন, সমন্বিত ডাটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম চালু হলে একবার সংগৃহীত তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সব সিস্টেমে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে জন্মের সময় সংগৃহীত তথ্য টিকাদান, শিক্ষা ভর্তি, পরিচয়পত্র ও পাসপোর্টসহ বিভিন্ন সেবায় ধারাবাহিকভাবে কাজে লাগানো সম্ভব হবে। এই তথ্যভিত্তিক সমন্বয়ের ফলে বিভিন্ন দপ্তর তাদের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে নির্ভুল উপাত্ত পাবে। পাশাপাশি টিকার চাহিদার পূর্বাভাস, রিয়েল-টাইম তথ্য হালনাগাদ এবং যোগ্য শিশু-কিশোরদের সব টিকার আওতায় আনা সহজ হবে। নাগরিকদের তথ্য প্রদানের ঝামেলা কমবে এবং প্রশাসনিক কার্যক্রম আরো দক্ষ হবে।

সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, এটুআই’র প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক,  যুগ্ম প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান ও যুগ্ম প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর, আইসিটি বিভাগের যুগ্ম সচিব মো. মজিবর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু আহাম্মদ আল মামুন, এটুআই’র প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম, ডাটা ও রিসার্চ ক্লাস্টার হেড আনোয়ারুল আরিফ খান ও ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা আবু এমিয়ার উপস্থিত ছিলেন।