বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ৪ ১৪৩২, ২৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতের দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা প্রায় ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইইউ: ইসি সচিব মা-মেয়ে খুন: স্বামীর পর গৃহকর্মী আয়েশারও স্বীকারোক্তি বন্ডাই বিচ হত্যাকাণ্ড: নাবিদ আকরামের বিরুদ্ধে হত্যার ১৫ অভিযোগ বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা ‘গুম, হত্যা’: জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ পশ্চিম তীরে কানাডীয় এমপিদের প্রবেশে বাধা দিল ইসরাইল ইরানকে পরমাণু কর্মসূচিতে ফেরার সুযোগ না দিতে হবে: মোসাদ প্রধান লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে তারেকের ‘বিদায়ী ভাষণ’, চাইলেন ঐক্য হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের মা-বাবা গ্রেপ্তার নাছোড় বিএনপির ‘বঞ্চিতরা’, রাজশাহীর ৩ আসন ‘উত্তপ্ত’ পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৫৭ হাজার আরেকটু হলেই চীনা স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেত স্টারলিংক ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

 প্রকাশিত: ১৬:০৪, ১৪ ডিসেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ইনস্টিটিউটটির ভূমিকা তুলে ধরেন। 

বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সিংহ নৃত্য পরিবেশনা, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থাপনা, ঐতিহ্যবাহী চা পরিবেশন শিল্প, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীনা সংস্কৃতি ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হয়।

ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রটি উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষার চাহিদা পূরণ করবে এবং দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।