রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

খেলা

এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা

 প্রকাশিত: ১২:৩০, ১৫ নভেম্বর ২০২৫

এশিয়ান আরচারিতে পদক জয়ীদের জন্য পুরস্কার ঘোষণা

আজ ঢাকায় শেষ হয়েছে ২৪তম তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সাথে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।

এই তিন আরচারের প্রত্যেককে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ বিকেলে পুরস্কার বিতরণী শেষে এই ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও, অলিম্পিকে গোল্ড নেই আমাদের। তবে আমি আশা করি এই আরচারির মাধ্যমে আমরা গোল্ড পাব। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’

উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছিলেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আরচাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার।

অন্য আরচারদের পক্ষ থেকে বন্যা বলেন, ‘সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আরচারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা এই খেলায় আরও বেশি মনোযোগী হতে পারব। শুধু তাই নয়, অনেকেই হয়ত আরচারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সব মিলিয়ে আমি খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কার ঘোষণার কথা শুনে।’