রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

খেলা

শান্তর সেঞ্চুরির পর সিলেটে জয়ের পথে বাংলাদেশ

 প্রকাশিত: ১৭:৫৭, ১৩ নভেম্বর ২০২৫

শান্তর সেঞ্চুরির পর সিলেটে জয়ের পথে বাংলাদেশ

সিলেট টেস্টে বড় জয়ের পথ তৈরি করে ফেলেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতেই আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, উইকেট আছে কেবল ৫টি।

বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৮৭ রানে। টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি, দেশের মাঠে সর্বোচ্চ।

আয়ারল্যান্ড বৃহস্পতিবার দিন শেষ করে ৫ উইকেটে রানে ৮৬।

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ১৬৯ রানের সঙ্গে আর ২ রান যোগ করতে পারেন মাহমুদুল হাসান জয়, ৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতে পারেন মুমিনুল হক। দুর্দান্ত দুটি ডেলিভারিতে দুজনকেই ফেরান ব্যারি ম্যাককার্থি।

এরপর ৭৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিক ২৩ রানে আউট হন ম্যাথু হামফ্রিজের দারুণ ডেলিভারিতে।

এরপর লিটন কুমার দাসের সঙ্গে শান্তর জুটিতে আসে ৯৮ রান। ৮ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬০ রান করে লিটন বিদায় নেন হ্যারি টেক্টরের অসাধারণ ক্যাচে।

১৪ চারে শান্ত শতরানে পা রাখেন ১১২ বলে। ৩৮ টেস্টে তার অষ্টম সেঞ্চুরি এটি।

সেঞ্চুরি পরই শেষ হয় তার ইনিংস। এরপর আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। লিড তিনশ ছাড়িয়ে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক।

১৭০ রানে ৫ উইকেট নেন বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ।

আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় দ্রুতই। নাহিদ রানা বোল্ড করে দেন কেড কারমাইকেলকে (৫)। ভালো খেলতে থাকা পল স্টার্লিংকে (৪৩) চোখধাঁধানো ক্ষিপ্রতায় রান আউট করেন শান্ত।

এরপর তাইজুল ইসলামের শিকার হেরি টেক্টর (১৮)। হাসান মুরাদের বলে সাদমান ইসলামের দারুণ ক্যাচে অল্পতেই ফেরেন কার্টিস ক্যাম্ফার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার একটু পর ফিরিয়ে দেন লর্কান টাকারকেও। নাইটওয়াচম্যান

প্রথম ইনিংসে ওপেন করা আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি এ দিন নামেননি ব্যাটিংয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ (ডি.) (আগের দিন ৩৩৮/১) (জয় ১৭১, সাদমান ৮০, মুমিনুল ৮২, শান্ত ১০০, মুশফিক ২৩, লিটন ৬০, মিরাজ ১৭, মুরাদ ১৬, হাসান ১৩*, নাহিদ ৪*; ম‍্যাককার্থি ১৭-৩-৭২-২, ইয়াং ১২-০-৫৪-০, ম‍্যাকব্রাইন ৩৯-৬-১৪১-১, নিল ১১-০-৬০-০, হামফ্রিজ ৪৩-১-১৭০-৫, ক‍্যাম্ফার ১০-০-৪৫-০, টেক্টর ৯-১-৩১-০))।

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৯ ওভারে ৮৬/৫ (স্টার্লিং ৪৩, কারমাইকেল ৫, টেক্টর ১৮, ক্যাম্ফার ৫, টাকার ৯, ম্যাকব্রাইন ৪*, হামফ্রিজ ৫*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৫-০-২৬-১, তাইজুল ১১-২-২৯-১, মিরাজ ৪-২-৬-০, মুরাদ ৩-০-৮-২)।