রোববার ১৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১ ১৪৩২, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ক্ষমতায় এলে ভারতের ‘দাদাগিরি’ বন্ধ বেশি গুরুত্ব পাবে: মির্জা ফখরুল ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ নির্বাচনের আগে পরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা বিচারকপুত্র হত্যা: আসামি লিমন পাঁচ দিনের রিমান্ডে হাই কোর্টের সামনে খণ্ডিত লাশ: ডিবি বলছে, ‘প্রেমঘটিত সংকট’ বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানিদের বিষয়ে সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: সালাহউদ্দিন বিচারকপুত্র হত্যা: রাজশাহীর পুলিশ কমিশনারকে আদালতে তলব সংসদ নির্বাচন : জামায়াতসহ আরও ১২ দলের সঙ্গে ইসি’র সংলাপ সোমবার শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা : সোমবার জাতিসংঘে ভোটাভুটি বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা করার ঘোষণা ট্রাম্পের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা মিনিবাসে আগুন পরিসর ‘দ্বিগুণ’ হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার, হচ্ছে প্রাণী জাদুঘরও গাজায় নীরবে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টায় হামাস

খেলা

ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত

 প্রকাশিত: ১০:৩৬, ১৩ নভেম্বর ২০২৫

ইসলামিক সলিডিরাটি গেমসে টেবিল টেনিসে বাংলাদেশের পদক নিশ্চিত

সৌদি আরবে অনুষ্ঠানরত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে টেবিলে টেনিস ইভেন্টে মিক্সড ডাবলসে বাংলাদেশ পদক নিশ্চিত করেছে। 

বাংলাদেশ টেবিল টেনিস মিক্সড দল আজ কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে ১৪-১২, ১১-৫ এবং ১১-৮ গেমে সরাসরি ৩-০ সেটে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করছে। সেই সাথে ভরোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদকপ্রাপ্তি নিশ্চিত হয়েছে।

বাংলাদেশ দলের পক্ষে এই ইভেন্টে অংশগ্রহণ করেন মোঃ জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা। মালদ্বীপের পক্ষে খেলেন আইশাথ রাফা নাজিম এবং মুসা মুন্সেফ আহমেদ।

আগামীকাল দুপুর আড়াইটায় ১ নং টেবিলে বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে বাইরাইন দলের বিরুদ্ধে। 

বাহরাইনের খেলোয়াড় কেন্ডা মোহাম্মদ অনূর্ধ্ব-১৩ দলের চ্যাম্পিয়ন। কেন্ডার সাথে বাংলাদেশের খই খই সাই মারমার মহিলা এককে ৪-২ ব্যবধানে জয়লাভ করেছিল। সুতরাং আগামীকালকের ম্যাচেও জয়লাভের ব্যপারে দারুন আশাবাদী খই খই।

বাহরাইনের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে। 

সৌদি আরবে বাংলাদেশ টিমকে ভিডিও কল করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট শুভেচ্ছা জানান। পাশাপাশি দলকে উৎসাহিত করতে মিক্সড ডাবলস দলের খেলোয়াড় মোঃ জাভেদ আহমেদ এবং খই খই খাই সাই মারমাকে ফেডারেশনের পক্ষ ২৫ হাজার টাকা করে দেবার ঘোষনা দিয়েছেন। তবে তারা রৌপ্য পদক জয়লাভ করতে পারলে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা এবং স্বর্ণপদক পেলে দুজনকেই নগদ ১ লাখ টাকা করে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন সাধারণ সম্পাদক।