এআই বুদ্বুদ ফাটলে কেউই নিরাপদ থাকবে না: গুগল প্রধান
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বড় বিনিয়োগ করছে অনেক কোম্পানিই। এসব কোম্পানির শেয়ার দামও বেড়েছে অনেক। আর সেই সঙ্গে বেড়েছে ঝুঁকি।
এরইমধ্যে এআইয়ের এই উত্থান বা বুদ্বুদ হঠাৎ ধসে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে, যা ঘটলে কোনো কোম্পানিই ক্ষতি থেকে রক্ষা পাবে না– বলেছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দার পিচাই।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিচাই বলেছেন, এআইতে বিনিয়োগের বর্তমান ঢেউ প্রযুক্তি ও অর্থনীতির জন্য ‘অসাধারণ এক মুহূর্ত’। তবে তিনি সতর্ক করে বলেছেন, এআই বাজারে এমন কিছু ‘অযৌক্তিক প্রবণতা’ দেখা যাচ্ছে যা ‘যুক্তিসঙ্গত নয় বা অতিরিক্ত উচ্ছ্বাসেরই’ প্রকাশ।
২০০০ সালের কাছাকাছি সময়ে ইন্টারনেটের উত্থানের সময়ও একই ধরনের অতিরিক্ত ও অযৌক্তিক বিনিয়োগের হিড়িক পড়েছিল, যেটি ‘ডটকম বাবল’ নামে পরিচিত যা শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল। ওই সময়ের কথাও মনে করিয়ে দিয়েছেন পিচাই।
বিভিন্ন এআই কোম্পানির যে বর্তমান মূল্য নির্ধারিত হয়েছে তা আদৌ টেকসই কি না তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে অনেক বিতর্কও চলছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এআইয়ের বুদ্বুদ ফেটে যাওয়া বা বাজার ধসে পড়ার উদ্বেগের সঙ্গে গুগল কীভাবে মানিয়ে নেবে এমন প্রশ্নের জবাবে পিচাই বলেছেন, গুগল এ পরিস্থিতি সামলে নিতে পারবে। তবে “আমার মনে হয় না কোনো কোম্পানিই এর থেকে নিরাপদ থাকবে, আমরাসহ কোনো কোম্পানিই এর থেকে মুক্তি পাবে না।”
রয়টার্স লিখেছে, এ বছর অ্যালফাবেটের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। কারণ চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে গুগলের সক্ষমতার ওপর বাজি ধরেছে কোম্পানিটির বিনিয়োগকারীরা।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত এআই মূল্যায়নের উদ্বেগ বৃহত্তর বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যদিকে এআই বুদ্বুদের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ নীতি নির্ধারকরাও।
সেপ্টেম্বরে যুক্তরাজ্যের এআই অবকাঠামো ও গবেষণার জন্য দুই বছরে পাঁচশ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেট, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন এক ডেটা সেন্টার নির্মাণ ও কোম্পানিটির লন্ডনভিত্তিক এআই ল্যাব ‘ডিপমাইন্ড’-এ বিনিয়োগ।
পিচাই আরও বলেছেন, শিগগিরই ব্রিটেনে ‘এআই মডেল ট্রেইনিং’ শুরু করবে গুগল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশা করছেন, গুগলের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় এআই ‘সুপারপাওয়ার’ হওয়ার দেশটির উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে।
এআইয়ের ‘বিশাল পরিমাণ’ বিদ্যুতের চাহিদার বিষয়েও সতর্ক করে পিচাই বলেছেন, গুগলের কম্পিউটিং সক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালফাবেটের নেট-জিরো লক্ষ্যমাত্রা পেতেও দেরি হবে।