সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, পৌষ ২২ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

ব্রেকিং

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬ আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২ বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত দাম বাড়ল এলপিজির প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সকালে নয়, পরীক্ষা হবে শুক্রবার বিকালে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, ভেন্যু সরাতে বলবে বিসিবি আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে: তথ্য উপদেষ্টা এত মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার ভুলবে না: তারেক রহমান কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মামলার জট কমাতে সহযোগিতা চাইলেন নতুন প্রধান বিচারপতি শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ আসামি গ্রেপ্তার ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ ভেনেজুয়েলায় ডেলসি অন্তর্বর্তী প্রেসিডেন্ট, হাইকোর্টের নির্দেশ বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই জাকের, আছেন সোহান পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার হবে, আশা জয়শঙ্করের সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ থেকে ৮৪ লাখ টাকা, না মানলে ৭ বছর জেল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্য উপদেষ্টাকে অনুরোধ আসিফ নজরুলের

প্রযুক্তি

এআই বুদ্বুদ ফাটলে কেউই নিরাপদ থাকবে না: গুগল প্রধান

 প্রকাশিত: ১১:১৮, ১৯ নভেম্বর ২০২৫

এআই বুদ্বুদ ফাটলে কেউই নিরাপদ থাকবে না: গুগল প্রধান

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বড় বিনিয়োগ করছে অনেক কোম্পানিই। এসব কোম্পানির শেয়ার দামও বেড়েছে অনেক। আর সেই সঙ্গে বেড়েছে ঝুঁকি।

এরইমধ্যে এআইয়ের এই উত্থান বা বুদ্বুদ হঠাৎ ধসে পড়ার উদ্বেগ তৈরি হয়েছে, যা ঘটলে কোনো কোম্পানিই ক্ষতি থেকে রক্ষা পাবে না– বলেছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দার পিচাই।

মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পিচাই বলেছেন, এআইতে বিনিয়োগের বর্তমান ঢেউ প্রযুক্তি ও অর্থনীতির জন্য ‘অসাধারণ এক মুহূর্ত’। তবে তিনি সতর্ক করে বলেছেন, এআই বাজারে এমন কিছু ‘অযৌক্তিক প্রবণতা’ দেখা যাচ্ছে যা ‘যুক্তিসঙ্গত নয় বা অতিরিক্ত উচ্ছ্বাসেরই’ প্রকাশ।

২০০০ সালের কাছাকাছি সময়ে ইন্টারনেটের উত্থানের সময়ও একই ধরনের অতিরিক্ত ও অযৌক্তিক বিনিয়োগের হিড়িক পড়েছিল, যেটি ‘ডটকম বাবল’ নামে পরিচিত যা শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল। ওই সময়ের কথাও মনে করিয়ে দিয়েছেন পিচাই।

বিভিন্ন এআই কোম্পানির যে বর্তমান মূল্য নির্ধারিত হয়েছে তা আদৌ টেকসই কি না তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে অনেক বিতর্কও চলছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এআইয়ের বুদ্বুদ ফেটে যাওয়া বা বাজার ধসে পড়ার উদ্বেগের সঙ্গে গুগল কীভাবে মানিয়ে নেবে এমন প্রশ্নের জবাবে পিচাই বলেছেন, গুগল এ পরিস্থিতি সামলে নিতে পারবে। তবে “আমার মনে হয় না কোনো কোম্পানিই এর থেকে নিরাপদ থাকবে, আমরাসহ কোনো কোম্পানিই এর থেকে মুক্তি পাবে না।”

রয়টার্স লিখেছে, এ বছর অ্যালফাবেটের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। কারণ চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্যে গুগলের সক্ষমতার ওপর বাজি ধরেছে কোম্পানিটির বিনিয়োগকারীরা।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত এআই মূল্যায়নের উদ্বেগ বৃহত্তর বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যদিকে এআই বুদ্বুদের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন ব্রিটিশ নীতি নির্ধারকরাও।

সেপ্টেম্বরে যুক্তরাজ্যের এআই অবকাঠামো ও গবেষণার জন্য দুই বছরে পাঁচশ কোটি পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যালফাবেট, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নতুন এক ডেটা সেন্টার নির্মাণ ও কোম্পানিটির লন্ডনভিত্তিক এআই ল্যাব ‘ডিপমাইন্ড’-এ বিনিয়োগ।

পিচাই আরও বলেছেন, শিগগিরই ব্রিটেনে ‘এআই মডেল ট্রেইনিং’ শুরু করবে গুগল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশা করছেন, গুগলের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় এআই ‘সুপারপাওয়ার’ হওয়ার দেশটির উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে।

এআইয়ের ‘বিশাল পরিমাণ’ বিদ্যুতের চাহিদার বিষয়েও সতর্ক করে পিচাই বলেছেন, গুগলের কম্পিউটিং সক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালফাবেটের নেট-জিরো লক্ষ্যমাত্রা পেতেও দেরি হবে।