বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই জাকের, আছেন সোহান
তিন মাস আগেও বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন জাকের আলি। এখন তিনি স্কোয়াডের বাইরে। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি এই কিপার-ব্যাটসম্যান। তবে খুব ভালো ফর্মে না থাকলেও টিকে গেছেন আরেক কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার দুপুরে দল ঘোষণা বরে বিসিবি। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কনও। অনুমিতভাবেই দলে ফিরেছেন তাসকিন আহমেদ।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে কারণ দেখানো ছাড়াই। পরের সমময়টায় পরিবর্তন আনা যাবে শুধু চোটের কারণে ও টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে।
জাকেরের না থাকাই দলের উল্লেখযোগ্য ব্যাপার। গত বছর বাংলাদেশের হয়ে ২৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তার চেয়ে বেশি খেলেছেন কেবল তানজিদ হাসান (২৭)।
ব্যাট হাতে খুব ভালো ফর্মে না থাকলেও জাকেরের ওপর আস্থা রেখে গেছেন নির্বাচকরা ও টিম ম্যানেজমেন্ট। নিয়মিত অধিনায়ক লিটন দাসের চোটে গত সেপ্টেম্বরে এশিয়া কাপে ও পরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ৫টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
তবে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা দারুণ করার পর পথ হারিয়ে গত কিছুদিনে একদমই রান পাচ্ছেন না ২৭ বছর বয়সী ক্রিকেটার। সবশেষ ১৪ টি-টোয়েন্টিতে তার ফিফটি নেই। সবশেষ ৯ টি-টোয়েন্টির ইনিংসের ৪টিতে আউট হয়েছেন দুঅঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টির পর একাদশ থেকে বাদ পড়েন তিনি। বিপিএলের শুরুটাও ভালো হয়নি তার। তিন ম্যাচে করেছেন ৪১ রান। এবার জায়গা হারালেন স্কোয়াড থেকেই।
ব্যাট হাতে খুব ভালো অবস্থায় নেই সোহানও। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ দুই সিরিজে তিন ম্যাচ খেলে তার রান ৫, ১ ও ৫। বিপিএলে তিন ম্যাচে একটিতে ব্যাট করে রান করেছেন ৬। তবু তিনি জায়গা পেয়েছেন দলে। বাংলাদেশের হয়ে ৫৫ টি-টোয়েন্টি খেলে তার ব্যাটিং গড় ১৮.৩৮, স্ট্রাইক রেট ১১৯.৪৯।
সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি মাহিদুল। তাকে বাদ দেওয়া হলো পরখ না করেই।
জাকের-মাহিদুলকে বাদ দিয়ে শক্তি বাড়ানো হয়েছে পেস আক্রমণে। দলে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। আইরিশদের বিপক্ষে সিরিজের সময় অভিজ্ঞ পেসার ব্যস্ত ছিলেন আবু ধাবি টি-টোয়েন্টি লিগে। পরে খেলেছেন আইএল টি-টোয়েন্টিতে।
পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিনসহ দলে পেসার পাঁচজন। রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসানকে নিয়ে গড়া হয়েছে স্পিন আক্রমণ। জায়গা হয়নি বাঁহাতি স্পিনার তানভির ইসলামের। বিপিএলে ভালো শুরু করা নাজমুল হোসেন শান্ত ফিরতে পারেননি দলে।
সবশেষ সিরিজের প্রথম দুই ম্যাচের দল থেকে যাকে বাদ দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন লিটন দাস, সেই শামীম হোসেন আছেন বিশ্বকাপ দলে।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পরের তিন ম্যাচ ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। প্রথম দিন ম্যাচের ভেন্যু কলকাতা, পরেরটি মুম্বাই।
বাংলাদেশ বিশ্বকাপ দল:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।