ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ে বই ও শীতবস্ত্র বিতরণ
জেলায় আজ প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ রোববার দুপুর ১২ টায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিশু শিক্ষার্থীকে নতুন বই ও কম্বল প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শিক্ষার্থীদের হাতে বই ও কম্বল তুলে দেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান।