হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের পরমাণু বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ‘অত্যাধুনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা তদারকি করেছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ‘ভূরাজনৈতিক সংকট’ এই পরীক্ষা আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে, যা স্পষ্টভাবে এই সপ্তাহান্তে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতি ইঙ্গিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিউল ও টোকিও গতকাল রোববার জানিয়েছে যে, তারা পিয়ংইয়ংয়ের কাছাকাছি থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে।
দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং একটি শীর্ষ সম্মেলনের জন্য বেইজিং যাওয়ার কয়েক ঘন্টা আগেম দেশটির চলতি বছরের এটি প্রথম পরীক্ষা।
লি বলেছেন যে তিনি আশা করেন, তার সফরটি চীনকে উত্তর কোরিয়ার ওপর প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করতে সক্ষম হবে, যাতে করে সিউলের পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত হয়।
সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উত্তর কোরিয়ার পরমাণু বাহিনী কীভাবে যুদ্ধের জন্য প্রস্তুত, তা দেখিয়েছে, যা সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রয়োজনীয় ছিল।
কেসিএনএ কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি বলেছেন, ‘আমাদের পরমাণু বাহিনীকে একটি বাস্তবভিত্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে সম্প্রতি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।’
তিনি আরও বলেন, পিয়ংইয়ংয়ের এই কার্যক্রম ‘ধীরে ধীরে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধকারী ব্যবস্থাটিকে একটি উন্নত স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।’