শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ আসামি গ্রেপ্তার
শরীয়তপুরের ব্যবসায়ী খোকন দাস হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে শনিবার রাত ১টায় কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা তাদের গ্রেপ্তার করে।
তারা হলেন- কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।
শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, মারা যাওয়ার আগে খোকন দাস এই তিন জনের নাম বলে গেছেন।