প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সকালে নয়, পরীক্ষা হবে শুক্রবার বিকালে
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ৯ জানুয়ারি (শুক্রবার) সকালের পরিবর্তে বিকালে এই পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৯ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টার পরিবর্তে বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হবে।
"তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা হবে। এ বিষয়ে চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।"
এর আগে ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়।
প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ পায়।
দ্বিতীয় ধাপে গত ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের স্কুলগুলোর ৪ হাজার ১৬৬টি সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
দুই ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দেশের আট বিভাগের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা একযোগে ৯ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হবে।